সমুদ্রের নীল জলে স্বপ্ন মিশিয়ে দিতে চেয়েছে সে। আজন্ম লালিত স্বপ্ন ছোটো গন্ডিটাতেই সীমীত করে রাখতে হলো। কখনও তো এমন হতাশ হতে দেখেনি ওকে। কি দুঃখ বাসা বেধেছিলো বন্ধু তোর বুকে। সে জ্বালা কেবল সমুদ্রের জলই ধুয়ে নিতে পেরেছে?
সোহান।
বন্ধু সোহান। তোর জন্য এলিজি লিখতে হবেনা কারো। কারণ তুইতো এলিজির জন্য না। তোর বিষয়টি কি এলিজির জন্য?
গভীর মনের মধ্যে কতটুকু ভালোবাসা জমা ছিলো তোর? সবার জন্য। বন্ধুদের জন্য।
ছেড়ে গিয়ে ভালো আছিস নিশ্চয়ই।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহান। হতাশায় ডুবে জীবন দিয়েছে সাগরে। লিখে গেছে স্বপ্নের কথা। ও আমার কলেজ-এর বন্ধু ছিলো।
অনেক নিকটে থেকে দেখেছি ওকে। অনেক নিকটে। ফিজিক্সের ক্লাসে। আড্ডায়, প্রাইভেটে। কখনও মনে হয়নি হেরে যাবে ও।
কিন্তু কেনো হেরে গেলো সে।
এইরকম চিন্তা করতে পারতাম আমি, এবং আমরা। আমাদের হতাশা কি কম ছিলো? ভার্সিটিতে চান্স পাইনি। ন্যাশনাল ইউনিভার্সিটির ৮ বছর অভিশপ্ত জীবন কাটছে। চলছি ধুকে, ধুকে।
আমাদের ব্যাচের কয়জন বন্ধু তোর সমপর্যায়ে ছিলো এটুকু ভাবিসনি একবারও।
বন্ধু তোর সঙ্গে আমার ৪ বছর দেখা হয়নি। কিন্তু কখনও ভুলিনি। আমরা। প্রতিটি আড্ডায়, আসতো হুজুর হয়ে যাওয়া সোহানের কথা।
তোর মিষ্টি কথাগুলো...বন্ধুদের কেউ কখনও ভুলেনি।
আমার প্রিয় বিষয়ই ছিল্,ো বোটানি, জুলুজি। কলেজে সবার চেয়ে ভালো মার্কসও পেতাম আমি। কিন্তু ৪ র্থ বিষয়ং উচ্চতর গণিতে ডাব্বা। মেইন সাবজেক্ট ছিলো আমাদের দুজনের।
ভালো নম্বরও পেয়েছিলাম। কিন্তু আমিই দুর্ভাগা কোথাও চান্স পাইনি। শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজও মাথা কুটতেছি।
যখন শুনেছি বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভালো লেগেছে। দেখা করতে গেছি, বেড়াতে গেছি, কিন্তু এই দুর্ভাগা আমি, তোর দেখা কখনও পাইনি।
তোর লাশটাও আমার দেখা হয়নি। কারণ আমি যায়নি। আমি সহ্য করতে পারতাম না।
তোর স্বপ্নে ছিলো সাগরের নীল জল। অজানা সাগর রাজ্যে তুই কেমন করে, অভিমান করে বসে আছিস।
আর অলক্ষ্যে হাসছিস আমাদের এই বিবর্ণতা দেখে।
ভালোই করেছিস, ভালোবেসে। ভালোই করেছিস সবাইকে কাঁদিয়ে, সবাইকে হতাশার জলে ডুবিয়ে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।