আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
মনে পাথর চেপে চেপে
ভুলে গেছি যা কিছু স্বাভাবিক-সহজাত
ভেতরে একটা মজ্জাগত
সেন্সরবোর্ড সারাক্ষণ ভাল আর মন্দের
ব্যারোমিটারে ওঠানামা করে।
যেন দেখতে পাই এই তো-
শাসনের বেড়াজালে
রঙিণ শিশুকাল, দুরন্ত কিশোরবেলা
করা আর না করা নানাবিধ লোভনীয় জিহবা-
বানভাসি বয়সের আহা অজানা শিহরন
নিষেধের বিড়ম্বনায় সুদূর দূর-
পরিনত সময়ে পায়ে পায়ে
যেন আমারই পাঁচজোড়া চোখ
পাহারায় বসে
ভালবাসতে কোথায় যাবো?
ভালবাসাই এখন যেন
এক সতর্ক পাহারাদার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।