আমাদের কথা খুঁজে নিন

   

আমি চাইনি ভালবাসতে,মন ভালবেসে ছিল।



আমি আর দেখতে পাব না তোমার স্কুল ড্রেস পরা জমকালো রুদের ঝিলিক গ্রামের গাছগাছালির তলায় মিষ্টি হাসি হেসে ঢলে পরা বান্ধবির গায়। আমি আর দেখতে পাব না তোমার বাম হাতে বই আর ডান হাতে কলম কামড়ে থেতলে দিয়েছ কলমের হেড। ক্লাসে টিফিনের ফাকে ছুয়ে ছিলাম তুমার বই তুমায় ছুতে পারবনা জানি তাইতো বইয়ের মাঝে তোমাকে পাওয়া। স্কুলের সেই অনুষ্ঠানে তোমার নৃত্য আমি আজ ও ভূলতে পারি না, নুপুরের শব্দ আজ ও কানে বাজে। ছুটি হলে বাড়ির পিছনে গিয়ে তাকিয়ে থাকতাম তোমার বাড়ীর দিকে, যদি দেখা যেত একটু বাতেসে উড়ানো কেশ বাশঁ ঝাড়ের ফাক দিয়ে যদি দেখা যেত একটু ঝলকানো চাদেঁর হাসি।

জানি কোনদিন দেখতে পারবনা আর সেই হাসি তাইত আজ ও বাড়ী গেলে সেই বাশঁ ঝাড় দেখে আসি। গাছগাছালির সাথে কথা বলি বলি মনে মনে, সবই আছে নেই আমার মনের প্রিয়া। আমি আর দেখতে পাব না তোমায় তুমি চলে গেছ পরবাসে এক রাজকুমারের হাত ধরে। আমি তো চাইনি তোমায় ভালবাসতে, আমার মন কে বুঝাতে পারিনি। ভালবেসে ছিল তোমায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।