আিম
আপনারা অনেকেই জার্মান চিন্তাবিদ মার্টিন নায়মোলারের নাম শুনেছেন। ১ম বিশ্বযুদ্ধের এই ইউবট ক্যাপ্তান নাজি শাষনের বিরুদ্ধে কথা বলার কারনে ১৯৩৭ সালের ১লা জুলাই গ্রেপ্তার হন, কিন্তু আদালত তাকে হাল্কা সাজা দিয়ে ছেড়ে দিলে হিটলারের ব্যাক্তিগত আদেশে তাকে বন্দিশিবিরে আটকে রাখা হয় ২য় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত। নিষ্ক্রিয়তা আর সাহসের অভাবে জার্মানির মানুষ তখন কিভাবে নিজেদের আর সমগ্র পৃথিবির সর্বনাষ করেছে তা তিনি লিখে গেছেন খুব সুন্দর ভাষায়।
''প্রথমে ওরা এসেছিল কমিউনিস্টদের ধরতে, আমি প্রতিবাদ করিনি
কারন আমি কমিউনিস্ট ছিলাম না
তারপর তারা সোশ্যালিস্টদের ধরতে এসেছিল, আমি প্রতিবাদ করিনি
কারন আমি সোশ্যালিস্ট ছিলাম না
তারপর তারা এলো ট্রেড ইউনিয়নপন্থিদের ধরতে, আমি প্রতিবাদ করিনি
কারন আমি ট্রেড ইউনিয়নপন্থি ছিলাম না
তারপর তারা এলো ইহুদিদের ধরতে, তখনো আমি প্রতিবাদ করিনি
কারন আমি ইহুদি ছিলাম না
তারপর তারা আমাকে ধরতে এলো
তখন আমার হয়ে প্রতিবাদ করতে কেউ অবশিষ্ট ছিল না।''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।