আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে ডাইনি অপবাদ দিয়ে প্রতিবছর ২০০ নারী হত্যা (মাসে ১৬.৬৬৬ জন) আর বাংলাদেশ পরিস্থিতি

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
আমাদের দেশে প্রায়শই বিভিন্ন পত্র-পত্রিকা, চ্যানেলে দেখা যায় (হাল আমলে বিভিন্ন ব্লগে) তারা সবসময় প্রমানের চেষ্টায় থাকে যে বাংলাদেশ একটি ব্যর্থদেশ, এখানে অজ্ঞতা, কুসংষ্কারে নিমজ্জিত মানুষজন। আর ভাল কিছু উদাহরনে ভারত! তাহলে ভারতের উপর প্রথম আলোর করা এ প্রতিবেদনটি দেখুন (অংশ বিশেষ): ভারতে ডাইনি অপবাদ দিয়ে প্রতি বছর প্রায় ২০০ নারীকে হত্যা করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রুরাল লিটিগেশন অ্যান্ড এনটাইটলমেন্টস কেন্দ্রের এক সমীক্ষায় (আরএলইকে) এ তথ্য জানানো হয়। বেশির ভাগ ক্ষেত্রে কুমারী বা বিধবারা এসব ঘটনার শিকার হন।

ডাইনি অপবাদ দিয়ে এসব নারীকে মলমূত্রের মতো ঘৃণ্য জিনিস খাওয়ানো হয়। বিবস্ত্র করে ঘোরানো হয় গ্রামজুড়ে। এই অপমান সইতে না পেরে অনেক নারী আত্মহত্যা করেন। পুলিশ, রাজ্য প্রশাসন ও অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বছরে প্রায় ২০০ নারী এ ঘটনার শিকার হয়। গত ১৫ বছরে আড়াই হাজারের বেশি নারীকে ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে।

’ সূত্র: প্রথম আলো The Times of India YOUTUBE: আমার এই পোষ্ট প্রতিবেশী কোন রাষ্ট্রকে হেয় করার উদ্দেশ্যে নয়। বলতে চাই যে, এটা নির্দ্বিধায় বলা যায় ভারত ও তার আশে পাশের অনেক রাষ্ট্রের তুলনায় বংলাদেশ যথেষ্ট সেকুলার রাষ্ট্র। আমরা শুধু দেশের অসুস্থ রাজনীতির শিকার হয়ে নিজের নাক কেটে, মিথ্যা অপবাদ কাধে ঝুলিয়ে অপর পক্ষকে নাজেহালের লিপ্ত থাকি। দৃষ্টি প্রসারিত করুন। সত্যের সাথে থাকুল।

সত্য কথা বলুন। দেশকে সকল কিছুর উর্ধ্বে রেখে ভালবাসুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.