আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X
যারা নেটে বাংলা ব্যবহার করেন তারা সিয়ামের সিয়াম রুপালী ফন্টের কথা সবাই জানেন। সিয়াম এখন আর একটি ফন্টের কাজ করছেন যার নাম কালপুরুষ। ফন্টটির কাজ এখনো শেষ হয়নি। যদিও ফন্টটি মার্চে রিলিজ হবার কথা ছিল। এখন এটি রিলিজ হবে অভ্র ৫ এর সাথে। এই ফন্টটা সম্ভবত চতুর্থ বাংলা ডেল্টা হিন্টেড ফন্ট (বাকি তিনটা হল- সিয়াম রূপালী, বৃন্দা, সোনার বাংলা)। অদূর ভবিষ্যৎ এ এই ফন্টটি সোলায়মানি লিপির স্থলাভিষিক্ত হতে পারে এমন সম্ভাবনা প্রবল। ফন্টটি এখনো ফাইনাল না হলেও সচলায়তনে ফন্টটির লিংক দেয়া হয়েছে। যারা ইউনিকোড ফন্ট নিয়ে আগ্রহী তারা চেখে দেখতে পারেন।
ফন্টের ডাউনলোড লিংক
কালপুরুষের গ্লিফ ইনডেক্স
ফন্টের খুঁটিনাটি : পর্ব ১
ফন্টের খুঁটিনাটি : পর্ব ২
কালপুরুষ নিয়ে সিয়ামের পোস্ট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।