জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
সুসংবাদ মানুষের অন্তরাত্মাকে প্রশান্ত করে, চক্ষুকে শীতল করে। তাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে কিনা সুসংবাদ শুনতে চায় না। সুসংবাদ শোনার আশা কিংবা প্রতিক্রিয়া ব্যক্তি ও পর্যায় বিভাগে বিভিন্নরূপ, দুর্বল কোন সাধারণের চাইতে শক্তিধর প্রভাবশালীর সুসংবাদ বেশী প্রিয় হয় শ্রোতার নিকট, প্রভাবশালীর থেকে আবার রাজা-বাদশাহদের; কিন্তু কোন সুসংবা যদি আসে বাদশাহদেরও বাদশাহ্, আকাশ-পৃথিবী, নক্ষত্ররাজির ওপাশের অজানা হাজারো জগতের স্রষ্টা, মানুষের ও সকল কিছুর স্রষ্টা এবং প্রতিপালকের নিকট হতে, তাহলে কোন মানুষ কতটা খুশী হতে পারে একবার উপলব্দি করুন তো! সওম সাধনাকারীদের জন্য রয়েছে এই মহান ফযীলত যে, তারা তাদের পরম প্রিয় প্রভু আল্লাহর নিকট হতে সুসংবাদ পেয়ে থাকেন।
এই সুসংবাদ আল্লাহ্ তা'আলা দান করেছেন তাঁর পবিত্র বাণীতে, তিনি বলেন:
التَّائِبُونَ الْعَابِدُونَ الْحَامِدُونَ السَّائِحُونَ الرَّاكِعُونَ السَّاجِدُونَ الْآَمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنْكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ.
((ওরা তাওবাহ্কারী, 'ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, সংযম সাধনাকারী, রুকূ'কারী, সিজদাকারী, সৎকাজের নির্দেশদাতা, অসৎকাজের নিষেধকারী এবং আল্লাহ্র নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী ; আর আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দিন।)) [সূরা আত্-তাওবাহ্: ১১২]
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন: এ উম্মাতের السياحة হলো সওম সাধনা করা।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু 'আনহুও একই অর্থ বলেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু 'আনহু বলেন: "কুরআন মাজীদের যেখানেই السياحة শব্দটি উল্লেখিত হয়েছে, সেখানেই এর অর্থ হবে সিয়াম পালন করা"। [ইবনে কাসীর]
অতএব, আর কি চাই হে মুমিন ভ্রাতা এবং ভগ্নিগণ! আসুন আমরা পরিপূর্ণ ঈমান, ইখলাস ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনায় নিমগ্ন হই আর প্রতিদিনই উক্ত আয়াতে কারীমার মাধ্যমে আমাদের প্রিয় প্রতিপালকের নিকট হতে সুসংবাদ প্রাপ্ত হই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।