চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠকে পুলিশ প্রশাসন ও স্থানীয় ওসিদের সম্পর্কে ঢালাও ভাবে অভিযোগের আনুষ্ঠানিক প্রতিবাদ জানয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। আজ পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন: যুদ্ধাপরাধীদের বিচারের মত স্পর্শকাতর বিষয়কে সামনে রেখে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন বক্তব্য জনমনে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এটি অতি উৎসাহি কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত বক্তব্য বলেও তিনি মন্তব্য করেন।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফ এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন: ঢালাওভাবে কোন সেবা সংস্থা সম্পর্কে এ ধরনের বক্তব্য দেয়া উচিত নয়। জেলা পর্যায়ে ডিসিদের পুলিশের ওপর কর্তৃত্ব প্রকাশের অভিলাস নিতান্তই আমলাতান্ত্রিক মনোভাবের বহি:প্রকাশ বলেও তিনি জানান। তবে পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন: মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় এর কোন প্রভাব পড়বে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তারা জানান: আগামীতে সরকারের কাছে জেলা পর্যায়েও পুলিশের ভেতর কমপক্ষে ৩ জন মেজিস্ট্রেট নিয়োগের আবেদন করবে পুলিশ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএমপি পুলিশ কমিশনার শহিদুল হক এবং পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।