যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।
ভারতীয় সেনাবাহিনীর ধর্ষণের প্রতিবাদে মনিপুরী নারীদের প্রতিবাদ।
প্রতিবাদের ভাষা এক হয়না? প্রতিবাদে কেউ চিৎকার করে, কেউ গালি দেয়, কেউ মিছিল করে, কেউ করে মৌন মিছিল, কেউ চোখে কালো কাপড় বেধে দাড়িয়েঁ থাকে, কেউ অনশন করে।
২০০৪ সালের জুলাই মাসে ভারতের মনিপুরে ভারতীয় সেনারা মনিপুরী মেয়েদের ধর্ষণ করে। ভারতীয় জওয়ানদের দ্বারা মেয়েরা ধর্ষিত হবার পর মনিপুরের মেয়েরা এবং তাদের মায়েরা দল বেধে সেনা ক্যাম্পের গেটে গিয়ে এক অভিনব প্রতিবাদ আয়োজন করে।
তারা সমস্ত কাপড় খুলে আর্মি ক্যাম্পের গেটেদাড়িয়েঁ ছিল--- "কি করবি কর! কি দেখবি দেখ! আমরা এখানে আছি!", "ভারতীয় সেনা, আমাদের ধর্ষণ কর"-“Indian Army Rape Us”এই সব লেখা ব্যানার নিয়ে।
সারা বিশ্ব এই প্রতিবাদের ভিডিও দেখেছে। কিন্তু এপিজে কালাম, মনমোহন, সোনিয়া টু শব্দ করে নি।
প্রতিবাদের খবর ও ছবি দেখতে দয়া করে নীচের লিংকটি ক্লিক করুন।
Click This Link
মনিপুর প্রতিবাদের আরও সংবাদ ও ছবি
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।