মিউচুয়াল ফান্ডের বিপরীতে ঋণসুবিধা বাড়ানোর দাবি রাখা হয়েছে...এটাকে আমি সমর্থন করি।
আমার জানা মতে এমন কোনো ইনভেস্টর নেই যে কিনা মিউচুয়াল ফান্ডে মূলধন হারাননি। অবশ্য অনেকে ইনভেস্ট করে চুপ করে আছেন,কারন কিছুই করার নেই, তাদের একটাই কথা টাকাগুলো কোনো রকমে উঠিয়ে নিলে আর এতে বিনিয়োগ করা থেকে বিরত থাকবেন। একটি বিরাট অংকের টাকা এখানে আটকে আছে বেশ কিছু দিন ধরে। এর পরও বাজারে এই সব ফান্ড আসতেই আছে।
এর আগে মিউচুয়াল ফান্ডের বোনাস অথবা লভ্যাংশ দেয়া নিয়ে এস.ই সি.'র বাধা প্রদান করায় আদালত পর্যন্ত গড়িয়েছিলো।
যাই হোক ২৫.০৭.২০১০ এর বাজার এত পড়ে যাবার কি কারন থাকতে পারে, এর কি কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবেন? হঠাৎ করে মূল্য সূচক -২০৪.৭৫ কমে যাওয়ায় অনেক বিনিয়োগ কারীরা বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগ কারীদের মাথায় হাত পরেছে। দেশের রাজনৈতিক অবস্থাও তো তেমন কোনো খারাপ হয় নি? এটা কি তাহলে কোনো সংঘবদ্ধ চক্রের সৃষ্টি? SEC কে এর তদন্ত করতে হবে।
যদিও মিউচুয়াল ফান্ডগুলো একটু করে এগিয়ে যাচ্ছে।কিন্তু আর্থিক প্রতিষ্ঠান গুলোর কি হলো যে একদিনে এত পতন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।