আমাদের কথা খুঁজে নিন

   

হাসতে নাকি জানেনা কেউ, কে বলেছে ভাই

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু

১. নতুন দম্পতিকে মেয়ের বাপ আর্শীবাদ মূলক উপদেশ দিচ্ছে, “ স্বামী-স্ত্রী দুই চাক্কায় চলা গাড়ী। একটা চাক্কা নষ্ট হলে গাড়ী আর চলবে না” স্বামী, “ তাইলে স্পেয়ার চাক্কা দেন” ২. সেক্রেটারী আর প্রাইভেট সেক্রেটারীর মধ্যে পার্থক্য কি ? সকাল বেলায় সেক্রেটারী বলে, “ গুড মর্নিং স্যার” সকাল বেলায় প্রাইভেট সেক্রেটারী বলে, “ সকাল হয়েছে স্যার” ৩. বাচ্চাদের ভবিষ্যত পরিকল্পনা জানতে চাইলেন শিক্ষক। একে একে সবাই বলল, আদনান- আমি পাইলট হতে চাই আহাদ- আমি ডাক্তার হবো মিলি- আমি ভালো মা হতে চাই সফিক- আমি মিলিকে সাহায্য করতে চাই। ৪. এক পাগল, “ আমাকে ক্যাটরিনা কাইফ বিয়া করতে চায়” অন্য পাগল, “ কত বড় সাহস,ঐ মাতারীর !!! আমি তো ওরে তালাক দিমু না” ৫. প্রেমিক প্রেমিকার গায়ে হাত দিচ্ছে দেখে প্রেমিকা খেকিয়ে ওঠে বলে, “ বিয়ের আগে আমাকে ছুঁবে না” প্রেমিক, “ ঠিক আছে বিয়ে হলে আমাকে ডেকো” ৬. কুদ্দুস পরীক্ষায় ফেল মেরে চিন্তাইতেছে কিভাবে বাসায় বলবে। তার বন্ধু বুদ্ধি দিলো টেলিগ্রাম করতে যাতে লেখা থাকবে, “পূর্বতন পারফরম্যান্স অক্ষুন্ন রাখিয়াছি”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.