আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নেই ওয়ানডেতে বাংলাদেশের স্বরনীয় জয়।

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।

১। পাকিস্থান সময় ও স্থান- ৩১ মে ১৯৯৯ ( নর্থহ্যাম্পটন, ইংল্যান্ড ) ফলাফল- বাংলাদেশ ৬২ রানে জয় লাভ করেছে। ম্যান অফ দ্যা ম্যাচ - খালেদ মাহমুদ স্কোর- Pakistan ২। ভারত সময় ও স্থান- ২৬ ডিসেম্বর ২০০৮ ( ঢাকা,বাংলাদেশ ) ফলাফল- বাংলাদেশ ১৫ রানে জয় লাভ করেছে।

ম্যান অফ দ্যা ম্যাচ- মাশরাফি বিন মুর্তজা স্কোর- India ৩। অস্ট্রেলি্যা সময় ও স্থান- ১৮ জুন ২০০৫ ( কার্ডিফ, অস্ট্রেলি্যা ) ফলাফল- বাংলাদেশ ৫ উইকেট জয় লাভ করেছে। ম্যান অফ দ্যা ম্যাচ- মোহাম্মদ আশরাফুল স্কোর- Australia ৪। শ্রীলঙ্কা সময় ও স্থান- ২২ ফেব্রুয়ারী ২০০৬ ( বগুড়া, বাংলাদেশ ) ফলাফল- বাংলাদেশ ৪ উইকেট জয় লাভ করেছে। ম্যান অফ দ্যা ম্যাচ- আফতাব আহমেদ স্কোর- Srilanka ৫।

দক্ষিণ আফ্রিকা সময় ও স্থান- ০৭ এপ্রিল ২০০৭ ( প্রভিডেন্স, ওয়েষ্ট ইন্ডিজ ) ফলাফল- বাংলাদেশ ৬৭ রানে জয় লাভ করেছে। ম্যান অফ দ্যা ম্যাচ- মোহাম্মদ আশরাফুল স্কোর- South Africa ৬। নিউজিল্যান্ড সময় ও স্থান- ০৯ অক্টোবর ২০০৯ ( ঢাকা, বাংলাদেশ ) ফলাফল- বাংলাদেশ ৭ উইকেট জয় লাভ করেছে। ম্যান অফ দ্যা ম্যাচ- জুনাইদ সিদ্দিক স্কোর- New Zealand ৭। ওয়েষ্ট ইন্ডিজ সময় ও স্থান- ০৭ জুলাই ২০০৯ ( উংনসর পার্ক, ওয়েষ্ট ইন্ডিজ ) ফলাফল- বাংলাদেশ ৫২ রানে জয় লাভ করেছে।

ম্যান অফ দ্যা ম্যাচ- আবদুল রাজ্জাক স্কোর- West Indies ৮। ইংল্যান্ড সময় ও স্থান- ১০ জুলাই ২০১০ ( ব্রিস্টল, ইংল্যান্ড ) ফলাফল- বাংলাদেশ ৫ রানে জয় লাভ করেছে। ম্যান অফ দ্যা ম্যাচ-মাশরাফি বিন মুর্তজা স্কোর- England

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.