আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুরা তোমাদের স্যালুট। আমি অনুপ্রাণিত। এই লড়াইয়ে আমরা আচ্ছি


অস্ততি রক্ষার দাবীতে গতকাল জলাধার রক্ষার আন্দোলনের দৈত্য সমাবেশে গিয়েছিলাম। একদল স্বপ্নবাজ তরুণরে উচ্ছাস। আমি আনন্দতি। অনকেদনি পর মনে হল আবার বোধহয় একটা জোয়ার আসছে। এই লড়াই সফল হোক।

ঢাকা উন্নয়নে অনেক বিচ্যুতি ও অমতা রয়েছে। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরির্বতনের কারণে ঢাকা শহরের অনেক পরিবর্তন সাধিত হয়েছে, যা অননুমোদিত ও বিশৃঙ্খল। এই অপরিকল্পিত উন্নয়ন যদি চলতে থাকে তা ঢাকা মহানগরীকে বাস অযোগ্য জঞ্জালে পরিনত করবে। আমাদের এখনই সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। ডিটেনল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) হচ্ছে তারই সূচনা।

এই পরিকল্পনা হচ্ছে মুষ্টিমেয় কতিপয়ের খেয়ালখুশিজনিত প্রতারণা ও মতিছন্নতার বিরুদ্ধে লড়বার কৌশলগত অস্ত্র। এ অস্ত্র যদি প্রয়োগ না করা যায়, তবে তার জন্য দায়ী হব আমরা, এ লড়াইয়ের সৈনিকরা। আমাদের হাতে ন্যস্ত এ হাতিয়ার কোন ভাবেই দায়ী হবে না। পরিকল্পনা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এ কাজ করতে হবে।

কোন জ্ঞানীগুণী, বিশেষজ্ঞ কিংবা সাধু মহাজনের বাণী নয় এটিই ছিল আন্দোলনরত তরুণদের কথা। কোন পত্রিকায় কী নিউজটা এসেছে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।