জামায়াত শীর্ষ নেতাদের সম্পর্কে অসত্য মন্তব্য থেকে বিরত থাকতে ডিবি কর্মকর্তা মনিরুলের প্রতি আহবান
ডিবি পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম 'জেএমবি কর্তৃক পুলিশের উপর বোমা নিক্ষেপ ও সন্ত্রাসী হামলায় জামায়াতের ৩ শীর্ষ নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও আলী আহসান মোহাম্মদ মুজাহীদের সম্পৃক্ততার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয়েছেন' মর্মে গতকাল জুমাবার যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো: তাসনীম আলম এক বিবৃতিতে বলেছেন, তার এ মন্তব্য সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জেএমবি কর্তৃক পুলিশের ওপর বোমা নিক্ষেপ ও সন্ত্রাসী হামলার সাথে জামায়াতে ইসলামীর উপরে উল্লেখিত ৩ নেতার দূরতম কোন সম্পর্ক নেই। কাজেই তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার যে কথা তদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে তা সর্বৈব মিথ্যা। একজন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি এ ধরণের কোন বেআইনি মন্তব্য করতে পারেন না। তার এ মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তাদের মিথ্যা মামলায় জড়ানোর হীনউদ্দেশ্যেই এ মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে তিনি জামায়াতের শীর্ষ নেতাদের সম্পর্কে এ ধরণের অসত্য মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য ডিবি পুলিশ মনিরুল ইসলামের প্রতি আহবান জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।