আমাদের কথা খুঁজে নিন

   

দেশী ফলের গুনগান.......


আমাদের সাধারন বৈশিষ্ট্য হলো বিদেশী জিনিস পেলেই হামলে পড়া......তার গুনাগুন বিচার করার সময় পাই না......। আমাদের দেশজ অনেক ফলের পুষ্টিগুন অনেক দামী বিদেশী ফল অপেক্ষা যে বেশী তা আমরা অনেকে জেনেও না জানার ভান করে থাকি। তাই আমদানী করা আপেল........আঙ্গুরের বিকল্প কিছু ভাবতে পারি না রোগী দেখতে যাওয়া বা কারো বাসায় যাওয়ার সময় উপহারের ক্ষেত্রে। ঐ যে আছে ইগো......ইগোটাই সর্বনাশ করে। নাহলে পেয়ারা.....কাঁঠাল...জাম.....জামরুল...বেল....তরমুজ...ডাব....এত..এত ফল প্রায় সারা বছরই বাজারে থাকে সেগুলো বাদ দিয়ে আমরা কেন বেশী দামী অথচ কম পুষ্টির আপেল...আঙ্গুরের দিকে ঝুকি! বলে লাভ নেই....কারন সবাই জানি...তারপরও বলি.....আসুন আমরা দেশজ ফলের মুল্যায়ন করি। বিদেশী ফল সর্বোতঃ ত্যাগ করার চেষ্টা করি। ভালো কথা, আপনি কয়টা দেশী ফলের নাম জানেন? যতগুলো জানেন পোস্ট করুন এখানে ......দেখেন আপনার ফল বিষয়ক সাধারন জ্ঞান.......সাথে অন্যকেও জানান দেশী ফলের নাম সমুহ। আপনিই আপনার বিচারক....সুতরাং মনের খাতা থেকে লিখুন...বই থেকে নকল করে নয়।;
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।