আমার যুক্তিতে আমি চলি। কারো অন্ধ ভক্ত নই।
সেদিন ট্রেনে দেখলাম একজন তার মোবাইল ফোনে বাংলা বই পড়তেছে। তখন ব্যাপারটি অত গুরুত্ব দেইনি। ইদানিং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে (!) প্রতিদিন প্রায় দু'ঘন্টা আমাকে ট্রেনেই কাটাইতে অয়।
তাই ভাবছিলাম ট্রেনে বইসা বইসা যদি উপন্যাস পড়া যাইতো তাইলে মন্দ না। কিন্ত উপন্যাস কিনতে গেলে তো টাকা লাগে। আমি আবার টাকা দিয়া উপন্যাস পড়তে রাজি না। তবে আমার কাছে পিডিএফ ফরম্যাটে কিছু উপন্যাস আছে। এগুলা যদি মোবাইলে পড়তে পারতাম তাইলে ভালোই হইতো।
আমার নকিয়া ৭২১০ সুপারনোভা সেটে কি কইরা এই কামডা করতে পারমু কারো জানা থাকলে জানাইয়েন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।