ওয়াঁ...ওয়াঁয়াঁ...ওয়াঁয়াঁয়াঁ...!!!
আরব অঞ্চলের অনেক ঐতিহাসিক ধর্মীয় চরিত্রের নামের আগে-পিছে অনেক ধরনের টাইটেল লেখা থাকে/দেখি/বলি। যেমনঃ হযরত, আলায়হেসাল্লাম, সাল্লাল্লাহুয়ালায়হেসাল্লাম, রাজিয়াল্লাতায়ালায়ানহু(পুঃ), রাজিয়াল্লাতায়ালায়ানহা(স্ত্রী), রহমতুল্লাহয়ালায়হে।
কিন্তু এইসব টাইটেলের সঠিক বাংলা অর্থ এবং ঠিক কোন ক্ষেত্রে কার জন্য কোনটির ব্যাবহার তা জানি না। বর্তমান আরবেও সম্ভবত এইসব টাইটেলের ব্যাবহার নাই।
এমনকি বাংলাদেশের বেশিভাগ মুসলমান নামের আগে যে মোঃ/মুঃ/মোহঃ/মুহঃ(মোহাম্মদ/মোহাম্মাদ, মুহম্মদ/মুহম্মাদ’এর সংক্ষিপ্ত রূপ) ব্যাবহার করে, আরবের(এবং আরবীভাষী/মুসলিম সংখ্যাগরিষ্ঠ) অধিকাংশ দেশেই সেই মোহাম্মদ/মোহাম্মাদ, মুহম্মদ/মুহম্মাদ কে বর্তমান সময়েও সয়ংসম্পূর্ন নাম হিসেবে বিবেচনা এবং ব্যাবহার করা হয়, টাইটেল হিসেবে নয়।
আমরা(বাংলাদেশের অধিকাংশ মুসলমান) ঠিক কী কারনে এই টাইটেল ব্যাবহার করি তা বোধগম্য নয়।
ছোটবেলায় অনেককে নামের আগে মোঃ/মুঃ/মোহঃ/মুহঃ না বলায় বা লেখায় স্কুলের আধহাত সাদা দাড়িওয়ালা ইসলাম ধর্মশিক্ষা টিচারের শ্লেষ মেশানো কন্ঠে তিরস্কার ‘মুসলমানের ছেলে হয়ে নামের আগে মোঃ/মুঃ/মোহঃ/মুহঃ নাই কেন? কেমন তোমার বাবা-মা/পরিবার?’ ইত্যাদি বহুবার কানে এসেছে। এখন বুঝি যে, এসব শিক্ষিত শিক্ষকদের অনেক বিষয়ে জ্ঞান থাকলেও সাধারন বোধের কোন জ্ঞান ছিলনা। তাদের জানাই ছিলনা কারো নাম তার এবং তাকে যারা নাম দিয়েছে তাদের একান্ত ব্যাক্তিগত বিষয়।
যাই হোক, কেউ যদি ‘হযরত’, ‘আলায়হেসাল্লাম’, ‘সাল্লাল্লাহুয়ালায়হেসাল্লাম’, ‘রাজিয়াল্লাতায়ালায়ানহু’(পুঃ), ‘রাজিয়াল্লাতায়ালায়ানহা’(স্ত্রী), ‘রহমতুল্লাহয়ালায়হে’-এর সঠিক বাংলা অর্থ এবং ঠিক কোন ক্ষেত্রে এই টাইটেলগুলি ব্যাবহার করা যায় তা জানান তবে কৃতজ্ঞ থাকব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।