আমাদের কথা খুঁজে নিন

   

জম্বি আর মানুষের প্রেম। ছ্যা! প্রথম শুনেই মনে হইছিল বাচ্চা পয়দা করব কেমনে?সেইটা কি মানুষ হইব না জম্বি :p

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা Name: Warm Bodies IMDB:7.2 Rotten Tomatoes:80% Warm bodies মুভির টিভিতে ট্রেইলার দেখার পরই আগ্রহ ছিল এই মুভিটা দেখার। আমি মোটামটি সব ধরনের মুভিই দেখি। হরর/ জম্বির নাম শুনলে অনেকের মত আমার নাক উল্টে বমি আসেনা। ট্রেইলার ভালো লাগলে বা মুভিটা কারো কাছে ভালো লাগছে শুনলে দেখার চেষ্টা করি। তবে বেশীর ভাগ মুভি গুলা ভালো হয়না।

অনেক গুলা দেখার পর কিছু অল্প অল্প ভালো লাগলেও বেশীর ভাগই খুবি নিম্নমানের হয়। জম্বি নিয়ে যে মুভিটা প্রথম সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হলও রেসিডেন্ট ইভিল। তবে প্রথম দিকে ভালো করলেও বেশি টানতে গিয়ে এটাও বাজে করে ফেলসে। স্লো মোশনে দেখাইতে দেখাইতে মুভিটারেই স্লো করে দিছে। Warm bodies আমার দেখা সবচেয়ে অদ্ভুতু মুভি জম্বি নিয়ে।

জম্বি আর মানুষের প্রেম। ছ্যা! প্রথম শুনেই মনে হইছিল বাচ্চা পয়দা করব কেমনে? আর করলেই সেইটা কি মানুষ হইব না জম্বি :p জম্বি বা ভ্যাম্পায়ার নিয়ে বানানো মুভি গুলা IMDB তে বেশি ভালো রেটিং পায়না। কিন্তু এইমুভিটার রেটিং ৭.2 এর রোটেন টম্যাটোস এ ৮০% ফ্রেস। অনেক ভালো মুভিও রোটেন টম্যাটোস ৮০% রেট পায়না। গতরাতে নামাইতে দিয়া আজকে বিকালে দেখলাম।

আমার কাছে এক কথায় অসাধারন লাগছে। কাহিনিটাই তো আলাদা। সংক্ষেপে কাহিনীটা এরকমঃ একদল জম্বি শহরে গিয়েছে মানুষ হান্ট করতে। সেখানে মানুষ হান্ট করতে গিয়ে এক জম্বি এক মেয়ের প্রেমে পড়ে যায়। তাকে নিরাপদে আর সব জম্বির কাছ থেকে বাচিয়ে নিয়ে আসে।

জম্বিটা মেয়ের প্রেমের সাগরে হাবুডুবু খেতে থাকে, তার মাঝে আস্তে আস্তে মানুষের অনভুতি ফিরে আসতে থাকে। সপ্ন দেখা শুরু হয়ে, মানুষের সৃতি অনুভুতি ফিরে আসতে থাকে, বৃষ্টিতে ভিজলে ঠাণ্ডা লাগা শুরু করে। জম্বিদের সবার মাঝে আসতে আসতে একটা চেঞ্জ আসতে শুরু করে। তারা কিউর হতে থাকে। মূলত এই কন্সপেট নিয়ে মুভির কাহিনী।

খুবি হাইলি ড্রামা বা টুইস্ট আশা কইরেন না আবার এই মুভি দেখতে গিয়ে। তাহলে হতাশ হবেন। তবে যদি ভিন্ন ধাচের একটা রোমান্টিক মুভি , একটা ইউনিক কনসেপ্টের মুভি দেখতে চান তাহলে হতাশ হবেন না। জম্বি (R ) আর মানুষের (Julie) মাঝে প্রেমের রসায়ানটা খুবি ভালো লাগছে। আর সেই সাথে অসাধারন ব্যাক গ্রাউন্ড মিউজিক।

একদম হৃদয় টাচ করে যায়। ওহ! একটা কথা। জুলির সাবেক প্রেমিকারে কিন্তু এই জম্বিটাই ভক্ষন করিয়াছিল তবে মুভিটার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে সেইটা হইল ব্যাক গ্রাউড মিউজিক। খুবি টাচি ছিল। গান যেঁগুলা ইউজ করা হইছে সেগুলাও অনেক সুন্দর ছিল এবং মুভির সাথে একদম পারফেক্ট।

লিঙ্কঃhttp://thepiratebay.sx/torrent/8474157/Warm_Bodies_(2013)_720p_700MB_x264_-_[CPG] সাবটাইটেলঃhttp://subscene.com/subtitles/warm-bodies/english/73077 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।