আমাদের কথা খুঁজে নিন

   

জম্বি ভালবাসা

ইশতিয়াক

২০১৩ এর ২০ এ ফেব্রুয়ারির বিকেলের কোন এক সময় এর কথা রিকশায় এক বেকার ছেলে আর এক কলেজ পড়ুয়া মেয়ে রিকশা জার্নি শুরু হইছে ধানমণ্ডি স্টার রেস্টুরেন্ট থেকে ইতিমধ্যে রিকশা কাঁটাবন পার হইছে ছেলে টা এতোটা ক্ষণ ধরে মেয়ের হাতটা একটু ধরার জন্য বহুত কান্নাকাটি করতেছে কিন্তু মেয়ে তো হাত ধরতে দিবে না, দিবেই না অবশেষে মেয়ে বিরক্ত হয়ে হাত বাড়ায়ে দিছে “নাও, ধরো, হাত ধরো” ছেলে তো পারলে খুশিতে রিকশা থেকে লাফ দিয়ে ট্রাকের নিচে পড়ে যায় “আরে, এভাবে হাত ধরা যায় নাকি, একটু পড়ে ধরি…..” এভাবে অল্প কিছুক্ষন যাওয়ার পর ছেলেটা হঠাৎ করে মেয়ের হাত ধরে বসলো মেয়ে তো পারলে এক চিৎকার দিয়ে রিকশা থেকে নেমে যায় খুব বেশি হলে ৩০ সেকেন্ড ছিল মেয়েটার হাত ছেলেটার হাতের মুঠোর ভিতরে ছিল তাতেই মেয়ের মুড অফ সুপার ডুপার অফ এভাবেই বিকেল গেল, সন্ধ্যা গেল ছেলে তো বাসায় গিয়ে আকাশে উড়তেছে আর মেয়ের সেই সুপার ডুপার মুড অফ চলতেছে অবশেষে ৯ টা – ১০ টার দিকে ছেলে মেয়েটাকে একটা এস এম এস দিল “কি করো, আম্মু কি করতেছে??” মেয়ের রিপ্লাই তো ভয়াবহ “আম্মু, কি করতেছে মানে??, দেখো হাত ধরতে দিছি দেখে তোমার লোভ বেড়ে আকাশ ছোঁয়া হয়ে গেছে, খবরদার আমার আম্মু কে আম্মু বলবা না” ছেলে তো এদিকে হাসতে হাসতে বাচে না………… ভালোবাসার মানুষ টা কে পেলে এসব ছোট-খাট মুহূর্ত গুলা সময়ের যাঁতাকলে পড়ে হারায়ে যায়, কিন্তু ভালোবাসার মানুষ টা কে না পেলে এই সব মুহূর্ত গুলা বারবার চোখের সামনে এসে চোখের পানি বের করার আপ্রাণ চেষ্টা করে যায় এই টাইপের ভালবাসা খুব খারাপ সারাজীবন কারো মনের কষ্টের কারন হয়ে মনের ভিতরে বসবাস করে পুরাই জম্বি ভালবাসা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।