উড়তে ঘুরতে
ছোটবেলা থেকেই পশুপাখি আমার খুব পছন্দ। তখন থেকেই আমার বাসায় অনেক পশুপাখি।
এখন পরজন্ত আমি ৭টি কুকুর পুষেছি। এদের মধ্যে ম্যাক ছিল স্পেশাল,কারণ ওর জন্মই আমাদের বাসায়। ও ছিলো সাদা ধবধবে।
ওর কোন ছবি নাই আমার কাছে,তাই নেট থেকে একটা ছবি দিলাম.......
ম্যাক আমার খুব আদরের ছিলো...ওর মত ভদ্র কুকুর আমি খুব কম দেখেছি। গত বছর জুলাই মাসে এক রাতে ভুল করে ও দরজার বাইরে থেকে গেছিলো। রাত প্রাই ১টার দিকে ম্যকের আর্তনাদ শুনে আমাদের ঘুম ভাঙ্গে। তখনি আমাদের ছেলেটা দরজায় ছুটে যায়,আর আমরা জানলা দিয়ে দেখি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
আমাদের তথাকথিত নগর রক্ষকের কর্মচারীরা বিষের ইন্জেকশন তার ভিতর দিয়েদিয়েছে। আর ম্যক মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে.। আমি তার নাম ধরে ডাক দিতেই কী করুণ চোখে অথচ আশা নিয়ে আমার দিকে তাকালো। কষ্টে বুকটা ফেটে যাচ্ছিলো। চোখ পানিতে ভরে যাচ্ছিল।
নিজেকে খুব অসহায় লাগছিলো। কারণ আমার কিছুই করার ছিলোনা। বারবার শুধু মনে হচ্ছিলো রাতে কেন দেখলামনা ম্যাক ভিতরে ঢুকেছে কি না। রাস্তায় কত কুকুর ঘুরে বেড়ায় কিন্তু আগে কখনও সিটিকর্পোরেশনকে এত ততপর হতে দেখিনি,এর পরও দেখলাম না। আমাদের ম্যাকের সাথে তাদের কি শত্রুতা ছিলো বুঝলাম না.......
আমাদের চোখের সামনে ম্যাক কে উঠিয়ে নিয়ে চলে গেলো।
আর আমরা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থাকলাম। সারারাত ঘুমাতে পারিনি,মনে হচ্ছিলো যেন ওটা একটা দুঃসপ্ন ছিলো.এখনি গিয়ে দেখবো ম্যাক তার সেই পরিচিত ভঙ্গিতে বসে আছে। এরপর কত রাত যে কেঁদে কাটিয়েছি। .
আজ এক বছর পর ওর কথা লিখতে গিয়ে আবার চোখ ভরে উঠলো পানিতে.........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।