সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
গরুর পিঠে গাধা চড়ে, গাধার পিঠে হাতি,
কি আর করা এমন ভাবেই চলছে এখন জাতি।
যে সরিষা ভুত তাড়াবে তাকেই এখন ভুত ধরে,
সিন্দাবাদের ঘাড়ে সে ভুত বসছে এখন জুত করে।
আমার ঘাড়ে, তোমার ঘাড়ে, সবার ঘাড়ে বসছে সে,
আমার খেয়ে আমার গলায় ফাঁসির দড়ি কষছে সে।
হেন কারেগা, তেন কারেগা, 'গোলাম হু মে'- জরুর বাত,
আমরা ভাবি সত্যি এসব আমরা কত ভোদাই জাত!
কাতার ধরে লাইনে গিয়ে,রোদ বৃষ্টির কষ্ট সয়ে,
আর্মি-পুলিশ-বিডিআরের রুলার বেতের গুতো খেয়ে,
ভুতের জন্য টিকেট কাটি সাধে-
দেশ ও জাতির ভালর জন্য ঘরে বসে থাকতে সবার বাধে।
এ ভুত আর সে ভুত বল,ঘাড়ে উঠার আশায় সবাই এ কি-
ভাবে ওরা টিকেট কেটে কারে এবার ঘাড়ে বসায় দেখি!
ঘাড়ে উঠে কানটা ধরে, চুলটা টেনে বলে এবার ছোট্,
পাপ কি আমার? পাপ হয়েছে দেয়া আমার ভোট!
ভুতরা চলে দামি গাড়ি, যাবে যখন রাস্তা থাকে খালি,
আমরা তখন লোকাল বাসে, জামে বসে দেই ভুতদের গালি!
রাত বারটা,দুটা-তিনটা লোড শেডিং-এ অবুঝ শিশু কাঁদে,
ভুতরা তখন এসির নিচে আয়েশ করে ঘুমের মধ্যে পাদে।
খাবার দাবার চিন্তাতো নেই,তাদের জন্য মজুদ আছে রেশন,
চাল,ডাল,তেল থেকে আটা,ময়দা,সুজি এবং বেসন।
'দ্রব্যমূল্য কমে যাচ্ছে' মাঙনা খেয়ে মারছে কেবল ফাপর,
দু'লোকমা ভাত বেশি খাওয়ায় গরীব মা'টা মারছে মেয়েকে থাপড়।
একটু খানি বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানির ধারা বাড়ে,
ওরা থাকে নো টেনশানে, কারন তারা আছে সবার ঘাড়ে।
ভুতরা যদি অসুস্থ হয়, চলে যাবে দুবাই-সিঙ্গাপুরে,
গরীব বাবা কাঁদে বসে ছোট্ট ছেলের কবরটাকে খুঁড়ে।
রিকসা-ঠ্যালাগাড়িওয়ালা ট্যাক্স দিয়ে যায় রক্তজলের টাকা,
হরতাল আর অবরোধে ওদের পিটায়,ভাঙ্গে ওদের চাকা।
ইলেকশনের খরচটাকে বিনিয়োগের পুঁজি ভেবে খেলে,
বেজায় প্রফিট বাংলাদেশে এরেচেয়ে বড় ব্যবসা কোথায় মেলে!
সত্যজিতের কত্ত ভুতকে গোপি-বাঘা করেছিল পুষ্যি,
এসব ভুততো আমাদের এই ভুতের কাছে নস্যি!
দোষটা তাদের, নাকি রক্তের, নাকি ক্ষমতার গদির,
ওখানটাতে গেলেই দেখি কানবিশিষ্ট ভুত হয়ে যায় বধির।
কেউ বলে দেশটা বাবার,কেউ বলে তার স্বামীর,
কেউ ঘোড়ে আঁচল ধরে,কেউ সেজেছে আমির!
দেখতে সবাই ভিন্ন হলেও সব শালারাই ভুত,
হেসে হেসে বাঁশ দিয়ে যায় এসব মাদারচুত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।