দেয়ালে দেয়ালে ছায়া দিয়ে লেখা মিথ্যা স্লোগান সত্যি হয়ে উঠুক একদিন ১৯৭১ সালে মুক্তিযদ্ধের বিরোধিতাকারী ঘাতক-দালালদের মুক্তিযুদ্ধকালীন গণহত্যা, নারী-নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ইত্যাদি গুরুতর ফৌজদারী অপরাধের বিচারের জন্য ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার রাষ্ট্রপতি আদেশ নং ৮-এর অধিনে বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন জারি করে ৬শ অভিযুক্ত অপরাধীর নামের তালিকা প্রকাশ করেন। এ আইনে অভিযুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ট্রাইব্যুনালে হাজির হবার গণনোটিশও প্রকাশ করা হয়। পুলিশ অনেককে গ্রেফতার করে বিচারে সোপর্দ করলেও অনেকে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপন করে এবং দেশান্তরি হয়। পরবর্তী পর্যায়ে ৩৭ হাজার অভিযুক্ত তালিকাভুক্ত দালালদের মধ্যে লঘু অপরাধে অভিযুক্তদের ১৯৭৩ সালের নভেম্বরে বঙ্গবন্ধু সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে গণহত্যা, নারী-নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো গুরুতর ফৌজদারী অপরাধে অভিযুক্তদের সাধারণ ক্ষমার আওতায় ফেলা হয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপিরবারে হত্যার পর ক্ষমতায় আসীন সরকারগুলো তাদের বিচার না করে রাজনীতিতে পুনর্বাসন করে। এখানে বাংলাদেশ দালাল-আইনে গুরুতর অপরাধে অভিযুক্ত পলাতক ব্যক্তিদের (রাজাকর-আলবদর) তালিকা দেওয়া হলো- ১. নূরুল আমীন, পিতা-জহিরুদ্দিন, ২০এ ইস্কাটন রোড, রমনা, ঢাকা ২. হামিদুল হক চৌধুরী, পিতা- আক্কাস আলী চৌধুরী, নিরালা গার্ডেন, গ্রীণ রোড, তেজগাঁও, ঢাকা ৩. খাজা খয়ের উদ্দিন, পিতা- খাজা আলাউদ্দিন, আহসান মঞ্জিল, ঢাকা ৪. খান এ সবুর, পিতা- নাজমুল খান, থানা- ফকিরহাট, খুলনা ৫. মাহমুদ আলী, পিতা- মুজাহেদ আলী, সুনামগঞ্জ, সিলেট ৬. ওয়াহিদুজ্জামান, পিতা- আবদুল কাদের, গোপালগঞ্জ, ফরিদপুর ৭. কাজী এ কাদের,. পিতা- কাজী আবেদউদ্দিন আহমদ, গ্রাম- শোয়ালমানী, থানা- কালডাকা, রংপুর ৮. রাজা ত্রিদিব রায়, পিতা- রাজা নলীলাক্ষ রায়, রাজবাড়ি, রাঙ্গামাটি ৯. একেএম শামসুল হক, পিতা- হাজী ওয়ালী আহ,দ, গ্রাম- গশিম সৈয়দপুর, সীতাকুন্ড, চট্টগ্রাম ১০. মোহাম্মদ ওবায়দুল্লাহ মজুমদার, পিতা- আলী আজম মজুমদার, গ্রাম- দক্ষিণ সাতারা, ছাগলনাইয়া, নেয়াখালী ১১. অধ্যাপক গোলাম আজম, পিতা- মাওলানা গোলাম কবির, ১১৯ এলিফেন্ট রোড, মগবাজার, ঢাকা ১২. শাহ আজিজুল রহমান, পিতা- শাহ মোহাম্মদ সিদ্দিক, থানাপাড়া, কুষ্টিয়া ১৩. এ কিউ এম শফিকুল ইসলাম, পিতা- আবদুস সোবহান, গ্রাম- বীরগাঁও, থানা- নবীনগর, কুমিল্লা ১৪. আব্দুল জব্বার খদ্দর, পিতা- আব্দুল হামিদ চৌধুরী, গ্রাম- গণক, থানা- সোনাগাজী, নেয়াখালী ১৫. একেএম মোশারফ হোসেন, পিতা- ইমাম হোসেন, গ্রাম- রুখী, থানা- নান্দাইল, ময়মনসিংহ ১৬. এটিএম আব্দুল মতিন, পিতা- মফিজ উদ্দিন, গ্রাম- আশ্বিনপুর, থানা- মতলব, কুমিল্লা ১৭. মাওলানা আব্দুর রহিম, পিতা- কবির উদ্দিন, গ্রাম- শিয়ালকাঠি, থানা- কোতোয়ালি, বরিশাল ১৮. মোহাম্মদ শহীদুল্লাহ, পিতা- মোহাম্মদ জনাব আলী, গ্রাম- বেনুইয়াবাদ, থানা- মনোহরদী, ঢাকা ১৯. এএনএম ইউসুফ, পিতা- আব্দুল গণি, ১৫ আউটার সার্কুলার রোড, শাহজাহানপুর, ঢাকা ২০. জুলমত আলী খান, পিতা- শমসের আলী খান, ২১ পুরানা পল্টন, ঢাকা ২১. সৈয়দ কামাল হোসেন রিজভী, পিতা- সৈয়দ জামাল হোসেন, ৪৬/৩ হেমেন্দ্র দাস রোড, সুত্রাপুর, ঢাকা ২২. রউসুদ্দিন আহমেদ, পিতা- হাজী জিয়ারতুল্লাহ, গ্রাম- হারাগাছ, থানা- কাউনিয়া, রংপুর ২৩. সায়েদর রহমান, পিতা- ময়জান আলী, গ্রাম- গাইবান্ধা, রংপুর ২৪. জবান উদ্দিন আহমেদ, পিতা- রহিমুদ্দিন, গ্রাম পূর্ব কাঠালী, থানা- জলঢাকা, রংপুর ২৫. মওলানা তমিজ উদ্দিন, পিতা- হুজ্জত আলী, গ্রাম- হলগাড়া, ঠাকুরগাঁও ২৬. আব্দুল্লাহ আল কাফি, পিতা- মঈদুর রহমান, গ্রাম- নোয়াপাড়া, থানা- বীরগঞ্জ, দিনাজপুর ২৭. মঈদুল আজম, পিতা- আব্দুর রহিম, গ্রাম- দমদমা, থানা- আদমদীঘি, বগুড়া ২৮. এমএ মতিন, পিতা- হেলাল উদ্দিন মিয়া, লতিফা মঞ্জিল, মীরপুর রোড, ঢাকা ২৯. সৈয়দ আজগর জায়েদী, পিতা- মুরতজা হোসেন জায়েদী, গ্রাম – রূপকথার লেন, কোতোয়ালী, পাবনা ৩০. মাওলানা আব্দুস সোবহান, পিতা- নঈমুদ্দিন, হাজী মোহসীন রোড, পাবনা ৩১. জসিমদ্দিন আহমদ, পিতা- হাজী তাজঊদ্দিন আহমদ, গ্রাম- সেরইল, থানা- বোয়ালিয়া, রাজশাহী ৩২. মমতাজ উদ্দিন আহমেদ, পিতা- জিয়ারউদ্দিন আহমেদ, গ্রাম- রামবাড়ি, থানা- শিবগঞ্জ, রাজশাহী ৩৩. আফাজুদ্দিন, পিতা- মুন্সি কসিমুদ্দিন, গোমস্তাপুর, রাজশাহী ৩৪. আব্দুস সাত্তার খান চৌধুরী, পিতা- আবুল কাশেম খান চৌধুরী, নাটোর, রাজশাহী ৩৫. আফিল উদ্দিন, পিতা- এমারত আলী শেখ, থানাপাড়া, কুষ্টিয়া ৩৬. আজমত আলী, পিতা- ইজ্জত আলী, কোর্টপাড়া, কুষ্টিয়া ৩৭. ফজলুল হক, পিতা- চেরাগ আলী, গ্রাম- বাটাসর, হবিগঞ্জ, সিলেট ৩৮. এমএ রশিদ, পিতা- আব্দুর রশিদ, গ্রাম- মনোহরপুর, থানা- শৈলকুপা, যশোর ৩৯. দলিলুর রহমান, পিতা- আব্দুর রহিম মিয়া, গ্রাম- রামচন্দ্রপুর, থানা- হাজীগঞ্জ, কুমিল্লা ৪০. মৌলভী আব্দুল হক, পিতা- আবু সাইয়্যিদ, গ্রাম- গোবিন্দ্র, থানা- চাঁদপুর, কুমিল্লা ৪১. সায়েদুল হক, পিতা- আহমেদ আলী, গ্রাম- তেতুলিয়া, সুধারাম, নোয়াখালী ৪২. মোহাম্মদ শফিকুল্লাহ, পিতা- হাজী রওশন আলী, গ্রাম- বাঁচনপুর, লক্ষ্মীপুর, নেয়াখালী ৪৩. আবু সুফিয়ান, পিতা- লুতফর রহমান মাস্টার, গ্রাম- নোয়াখালী, থানা- রামগঞ্জ, নোয়াখালী ৪৪. নূরুল্লাহ ওরফে নূরুল্লাহ চৌধুরী, পিতা- জালালউদ্দিন আহমেদ, গ্রাম- বড়টাকিয়া, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ৪৫. খুররম কাজি মুরাদ, পিতা- মনজুর আলী, ৫১ সেগুনবাগিচা, ঢাকা ৪৬. অধ্যাপক গোলাম সারোয়ার, পিতা- নূরুল হাদী, ১১/৯২ সিদ্দিকবাজার, ঢাকা ৪৭. মওলানা নূরুল ইসলাম, পিতা- হামিজুদ্দিন, গ্রাম- গোপীনাথপুর, ভেড়ামারা, কুষ্টিয়া ৪৮. মওলানা আশরাফ আলী, পিতা- মুন্সি ওয়াজেদ আলী, গ্রাম- ধরমন্ডল, থানা- নাসিরনগর, কুমিল্লা ৪৯. শাহ মোহাম্মদ রুহুল ইসলাম, পিতা- আফজালুল হক, গ্রাম- পাচুরিয়া শরীফ, গঙ্গাচড়া, রংপুর ৫০. শামসুল হক খন্দকার, পিতা- কোবাদ আলী, গ্রাম- উত্তরগঞ্জ, থানা- নাগেশ্বরী, রংপুর ৫১. আহমদ আলী সরকার, পিতা- শরীয়তুল্লাহ, গ্রাম- তৈসুরমরা, ভুরুঙ্গামারী, রংপুর ৫২. আবুল বাশার, পিতা- ইব্রাহিম কবিরাজ, গ্রাম- উলিপুর, রংপুর ৫৩. ইসমাইল হক, পিতা- গুলিস্তান আলী, গ্রাম- নতুনবস্তি, থানা- পচাগড়, দিনাজপুর ৫৪. ডা. শফিকুর রহমান, পিতা- জুলফিকার আলী, গ্রাম- চৌগাকোটা, ঠাকুরগাঁও ৫৫. মাহবুবুল আলম, পিতা- আজিমুদ্দিন, গ্রাম- বিরল, থানা- বিরল, দিনাজপুর ৫৬. মো. ইসহাক আলী খান, পিতা- ইয়াকুব আলী খান, পাঠানপাড়া, দিনাজপুর ৫৭. আব্দুল ওয়াদুদ, পিতা- আব্দুল হামিদ, পার্বতীপুর শহর, দিনাজপুর ৫৮. নূরুল হুদা চৌধুরী, পিতা- শরীফউদ্দিন চৌধুরী, মুন্সিপাড়া শহর, দিনাজপুর ৫৯. আব্দুল আলীম, পিতা- আব্দুল ওয়াহেদ, জয়পুরহাট শহর, বগুড়া ৬০. আব্দুস সালেক, পিতা- আব্দুল মোন্নাফ, গ্রাম- সেরামিশাহ, থানা- জগন্নাথপুর, সিলেট ৬১. আব্দুল খালেক, পিতা- আব্দুল মোন্নাফ, গ্রাম- সেরামিশাহ, থানা- জগন্নাথপুর, সিলেট ৬২. আব্দুল হান্নান, পিতা- ইয়াকুব উল্লাহ, গ্রাম- বাদেমশাজাম, থানা- জগন্নাথপুর, সিলেট ৬৩. সিরাজুল ইসলাম ওরফে খেতু সিরাজ, পিতা- চাতান বিশ্বাস, গ্রাম- মুরাগাছা, থানা- খোকশা, কুষ্টিয়া ৬৪. মোকসেদ আলী, পিতা- মোমতাজ আলী, গ্রাম- মুরাগাছা, থানা- খোকশা, কুষ্টিয়া ৬৫. করিম শেখ, পিতা- শকুর মোহাম্মদ, থানা- খোকশা, কুষ্টিয়া ৬৬. বারুন, পিতা- আক্তার মুন্সি, গ্রাম- মুরাগাছা, থানা- খোকশা, কুষ্টিয়া ৬৭. মকবুল হোসেন ওরফে মনজু, পিতা- মফিজুদ্দিন বিশ্বাস, গ্রাম- কমলাপুর, থানা- খোকশা, কুষ্টিয়া ৬৮. আবেদিন, পিতা- বদই শেখ, গ্রাম- হেলালপুর, থানা- খোকশা, কুষ্টিয়া ৬৯. মোহন মিয়া, পিতা- খেরু মিয়া, গ্রাম- শ্রীকোলা কালমা, থানা- কুমারখালী, কুষ্টিয়া ৭০. সাঈদ হোসেন, পিতা- ফেদা হোসেন, মিলপাড়া, কুষ্টিয়া ৭১. শরাফুদ্দিন ওরফে শরফু, পিতা- আবুল হোসেন, স্টেশন রোড, কুষ্টিয়া ৭২. সিরাজ শেখ, শরফু ওরফে শরাফুদ্দিন, মিলপাড়া, কুষ্টিয়া ৭৩. শামসুল, পিতা- নবী বক্স, নবীবক্স লেন, কুষ্টিয়া ৭৪. ফেকা কসাই ওরফে সাহেবজান বিহারী, পিতা- মো. এদন, আড়–য়াপাড়া, কুষ্টিয়া ৭৫. জামিল বিহারী, পিতা- মাহবুবুর রহমান, আড়–য়াপাড়া, কুষ্টিয়া ৭৬. মজিদ বিহারী, পিতা- ফাতেহ মোহাম্মদ, আড়–য়াপাড়া, কুষ্টিয়া ৭৭. আহমেদ বিহারী, পিতা- ফাতেহ বিহারী, আড়–য়াপাড়া, কুষ্টিয়া ৭৮. আহমেদ আলী, পিতা- আলী হুসেন, স্টেশন রোড, কুষ্টিয়া ৭৯. কাশেম, পিতা- মঙ্গলী মিয়া, রাজীব আলী খান চৌধুরী স্ট্রীট, কুষ্টিয়া ৮০. আব্দুল ওয়াদুদ সাহা, পিতা- কাশেদ আলী সাহা, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮১. আব্দুল ওয়াদুদ মিয়া, পিতা- মোবাদ আলী মিয়া, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮২. আবু সাঈদ ওরফে ইলু, পিতা- ইসমাইল, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮৩. সোলেমান, পিতা- তোয়াক্কেল আলী, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮৪. ইয়াজরাত, পিতা- তোয়াক্কেল, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮৫. আব্দুল সাত্তার, পিতা- ইউনুস আলী, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮৬. আব্দুল জলিল, পিতা- আক্কেল মন্ডল, গ্রাম- লোকনাথপুর, থানা- দামুরহুদা, কুষ্টিয়া ৮৭. শাহজাহান, পিতা- আব্দুল খান মিস্ত্রী, গ্রাম- সেগুনবাগান, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম ৮৮. আলী আকবর ওরফে গামা, পিতা- আমীর খান ওরফে নওয়াব খান, গ্রাম- সেগুনবাগান, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম ৮৯. আসলাম, পিতা- রেজা উদ্দিন, গ্রাম- সেগুনবাগান, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম ৯০. আলী আহমেদ, পিতা- আমীর খান ওরফে নওয়াব খান, গ্রাম- সেগুনবাগান, থানা- ডবলমুরিং, চট্টগ্রাম ৯১. মোহাম্মদ আইয়ুব খান, পিতা- ইয়াকুব খান, বারমাপল্লী, ময়মনসিংহ ৯২. মো. ইউনুস, পিতা- শেখ তোজাম্মল, রেলওয়ে কোয়ার্টার, দেবরপুর, চট্টগ্রাম ৯৩. মোক্তার আহমেদ, পিতা- মুন্সি ইলাহী বক্স, সাহেবপাড়া, লালমনিরহাট, রংপুর ৯৪. সৈয়দ গোলাম গাউস, পিতা- সৈয়দ মনিরউদ্দিন, রেলওয়ে কোয়ার্টার, টিকেট প্রিন্টিং কলোনী, চট্টগ্রাম ৯৫. ফরাসুদ্দিন, পিতা- গোলাম দস্তগীর, হালিশহর কলোনী, চট্টগ্রাম ৯৬. মতি আহমেদ খান, পিতা- ওলি আহমেদ খান, হালিশহর কলোনী, চট্টগ্রাম ৯৭. ফজলু আহমেদ খান, পিতা- মোহাম্মদ আলী, মধ্য হালিশহর, চট্টগ্রাম ৯৮. এমএ খান ওরফে মাহমুদ আনাম খান, পিতা- নজির খান, হালিশহর কলোনী, চট্টগ্রাম ৯৯. মো. ইয়াসিন শরীফ, পিতা- আব্দুল ওয়াহাব শরীফ, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম ১০০. জোয়াদ হোসেন, পিতা- জহির আহমেদ, হালিশহর কলোনী, চট্টগ্রাম ১০১. শাহ আলী আকবর, পিতা- শাহ মোহসীন হোসেন, হালিশহর কলোনী, চট্টগ্রাম ১০২. জাফর আলী ওরফে এসএম জাফর, পিতা- গোলাম দস্তগীর, হালিশহর কলোনী, চট্টগ্রাম ১০৩. আখতার মল্লিক ওরফে আখতার ইসলাম, পিতা- আব্দুল হামিদ, হালিশহর কলোনী, চট্টগ্রাম ১০৪. এমএন ইমাম, পিতা- এমএম ইমাম, হালিশহর কলোনী, চট্টগ্রাম ১০৫. মেজর রিজভী ওরফে এজি রিজভী, সিকিউরিটি অফিসার, সি এন্ড পিটি, চট্টগ্রাম ১০৬. নজীর, পিতা- ইসমাইল আলী, গ্রাম- পদনাপুর, থানা- বিশ্বনাথ, সিলেট ১০৭. আব্দুল হাশিম, পিতা- জহুর আলী, গ্রাম- পদনাপুর, থানা- বিশ্বনাথ, সিলেট ১০৮. আব্দুল গনি, পিতা- জহুর আলী, গ্রাম- পদনাপুর, থানা- বিশ্বনাথ, সিলেট ১০৯. সৈয়দ আবুল হাসনাত, পিতা- ফয়জুদ্দিন, সিজিএস কলোনী, আগ্রাবাদ, চট্টগ্রাম ১১০. সাকিল আহমেদ ওরফে বাবুল, পিতা- রফিক আহমেদ খান, সিজিএস কলোনী, আগ্রাবাদ, চট্টগ্রাম ১১১. আয়াজ, পিতা- মো. শফি, সিজিএস কলোনী, আগ্রাবাদ, চট্টগ্রাম ১১২. ইকবাল, পিতা- মো. শফি, সিজিএস কলোনী, আগ্রাবাদ, চট্টগ্রাম ১১৩. ইকবাল, পিতা- খবির উদ্দিন, সিজিএস কলোনী, আগ্রাবাদ, চট্টগ্রাম ১১৪. গোলাম রসুল ওরফে গোলাম হুসেইন, পিতা- মিঠু মিয়া, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১১৫. বেচু খান, পিতা- গোলাম আলী খান, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১১৬. কালু, পিতা- শের মোহাম্মদ, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১১৭. শামসু, পিতা- এলাহী বক্স, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১১৮. শের মোহাম্মদ, পিতা- গরীব খান, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১১৯. নূরুল ইসলাম, পিতা- মুস্তাফিজ মিয়া, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২০. কমর আব্বাস, পিতা- সৈয়দ াাহমদ আব্বাস, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২১. আলী হোসেন, পিতা- লাল মোহাম্মদ মিস্ত্রী, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২২. সুলতান আহমেদ, পিতা- হাজী বাবর আলী, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৩. নূরুল হুদা, পিতা- ফিদাহ হাসান, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৪. জামাল, পিতা- মো. হানিফ, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৫. ইসহাক, পিতা- মো. হানিফ, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৬. আবুল হাশেম, পিতা- মো. হানিফ, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৭. মমতাজুদ্দিন, পিতা- কালু, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৮. আফতাবুদ্দিন, পিতা- মমতাজুদ্দিন, হাজারবাগ কলোনী, চট্টগ্রাম ১২৯. আবু বকর, পিতা- জাফর আলী, বিবির হাট, চট্টগ্রাম ১৩০. বজল আহমেদ, পিতা- আব্দুস সোবহান, হাজারবাগ, চট্টগ্রাম ১৩১. নূরুল আমিন ওরফে বেচু, পিতা- বাকা মিয়া, গোসাইডাঙ্গা, আগ্রাবাদ, চট্টগ্রাম ১৩২. এমদাদ হোসেন, পিতা- নূর বক্স সওদাগর, গ্রাম- মোহাম্মদপুর, থানা- রাউজান, চট্টগ্রাম ১৩৩. ওয়াকিল আহমেদ তালুকদার, পিতা- আলী আহমেদ তালুকদার, গ্রাম- মানামা নগর, থানা- রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ১৩৪. মঞ্জুর আহমেদ চৌধুরী, পিতা- আমিনুর ইসলাম চৌধুরী, গ্রাম- মোগাদিয়া, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৩৫. মকবুল আহমেদ, পিতা- জামালউল্লাহ মিস্ত্রী, গ্রাম- মোগাদিয়া, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৩৬. ফকির আহমেদ, পিতা- বাদশা মিয়া, গ্রাম- মোগাদিয়া, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৩৭. দেলোয়ার হোসেন, পিতা- আব্দুর রউফ, গ্রাম- মোগাদিয়া, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৩৮. মোহাম্মদ মোস্তফা, পিতা- মুন্সি হাজী, গ্রাম- মোগাদিয়া ফকিরবাড়ি, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৩৯. সালেহ আহমেদ, পিতা- আহমেদুর রহমান, গ্রাম- দক্ষিণ মোগাদিয়া, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৪০. মিন্নাত আলী, পিতা- ইয়াকুব আলী, গ্রাম- মোগাদিয়া, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৪১. রাব্বান ওরফে মিয়াধান, পিতা- আবুল হাশেম মুন্সি, গ্রাম- মোগাদিয়া গাজীতলা, থানা- মিরশরাই, চট্টগ্রাম ১৪২. আব্দুল মান্নান, পিতা- আব্দুর রহমান, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৪৩. সুলতান আহমেদ, পিতা- আব্দুর রহমান, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৪৪. আনোয়ার, পিতা- মোহাম্মদ সিদ্দিক, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৪৫. শমশের, পিতা- মোহাম্মদ সিদ্দিক, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৪৬. আলতাফ হোসেন, পিতা- হাজি আয়েনুদ্দিন, গ্রাম- রাগধান, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ১৪৭. রহমান, পিতা- নাব্বু মিয়া, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৪৮. মোহাম্মদ আলী, পিতা- গোলাম মোহাম্মদ, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৪৯. শাহজাদা, পিতা- আব্দুল বারিক, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৫০. নাজির আহমেদ, পিতা- ফরিদ আহমেদ, রউফাবাদ কলোনি, চট্টগ্রাম ১৫১. আবুল বাশার, পিতা- তাজু মিয়া, গ্রাম- মোহারা, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম ১৫২. নূর হোসেন, পিতা- ইদ্রিস মিয়া, গ্রাম- মোহারা, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম ১৫৩. আহমেদ হুসেইন, পিতা- এবাদুল্লাহ, গ্রাম- গোন্ডা মোহারা, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম ১৫৪. রফিক আহমেদ, পিতা- কবির আহমেদ, গ্রাম- মোহারা, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম ১৫৫. আব্দুল গনি ওরফে গনি মিয়া, পিতা- মনোয়ার আলী, গ্রাম- মোহারা, থানা- পাঁচলাইশ, চট্টগ্রাম ১৫৬. আব্দুল গনি, পিতা- গোলাম হোসেন, গ্রাম- জ্বলেশ্বরী তলা, বগুড়া ১৫৭. ড. ইরতিজা আলম, পিতা- ইদ্রিস আহমেদ, গ্রাম- সাদেক পেকুলিপাড়া, থানা- শিবগঞ্জ, রাজশাহী (বর্তমান চাঁপাইনবাবগঞ্জ) ১৫৮. মওলবী মীর ওবায়দুল্লাহ, পিতা- আব্বাস আলী, গ্রাম- রোহনপুর, থানা- নাচোল, রাজশাহী (বর্তমান চাঁপাইনবাবগঞ্জ) ১৫৯. মীর তায়েব আলী, পিতা- সেফাতুল্লাহ মোল্লা, গ্রাম- ফকিরপুর, নওয়াবগঞ্জ শহর, রাজশাহী ১৬০. ফরাজ উদ্দিন মোল্লা, পিতা- আমিন উদ্দিন মোল্লা, গ্রাম- শেখপুরা, থানা- নওগাঁ, রাজশাহী ১৬১. জিয়াউল আলম মোহাম্মদ ইউসুফ খান ওরফে রাজা, পিতা- জয়নাল আবেদীন, আহমেদপুর, রাজশাহী ১৬২. ফখরুদ্দিন, পিতা- বন্দে আলী, গ্রাম- নাচনাপাড়া, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ১৬৩. আব্দুল গফুর, পিতা- ঠান্ডা মিয়া, গ্রাম- উচাইয়া, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ১৬৪. মাহবুবুর রহমান, পিতা- ফজর আলী, গ্রাম- উচাইয়া, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ১৬৫. হাবিবুর রহমান, পিতা- আব্দুস সালাম, গ্রাম- উচাইয়া, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ১৬৬. মো. ইব্রাহিম, পিতা- খইল্যা মিয়া, গ্রাম- উচাইয়া, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ১৬৭. নূরুল আমিন, পিতা- আলতাফ হোসেন, গ্রাম- রূপবান, থানা- পাথরঘাটা, পট্য়ুাখালী ১৬৮. আব্দুস সোবহান, পিতা- পিতা- নাজির উদ্দিন, দরগাপাড়া, রাজশাহী ১৬৯. মো. আইনুদ্দীন ওরফে আইনুল, পিতা- আইজুদ্দিন, শ্যামপুর, রাজশাহী ১৭০. এএফএমএ জলিল, পিতা- উমেদ আলী, গ্রাম- পানাউল্লা, থানা- তেরখাদা, খুলনা ১৭১. রজব আলী ফকির, পিতা- মেহের আলী, ঠাকুরদিঘী, থানা- বাগেরহাট, খুলনা ১৭২. হাফেজ আব্দুল হাকিম ওরফে হাফেজ আব্দুল করিম, পিতা- আব্দুর রহিম সুবেদার, দেবেনবাবু রোড, খুলনা ১৭৩. হামিদুর রহমান হালদার ওরফে গোলদার, পিতা- মাহাতাব উদ্দিন গোলদার, গ্রাম- ডুমুরিয়া, থানা- ডুমুরিয়া, খুলনা ১৭৪. শেখ আনসার আলী, পিতা- শেখ আসগর আলী, গ্রাম- উথুলী, থানা- তালা, খুলনা ১৭৫. ডা. এএন শরফুদ্দিন আহমেদ, পিতা- শাহ বশিরুদ্দিন, গ্রাম- খেপুপাড়া, থানা- কলাপাড়া, পটুয়াখালী ১৭৬. হাফেজ আব্দুর রহমান, পিতা- মুন্সী সুন্দর আলী, গ্রাম- পঞ্চকরলিয়া, থানা- গলাচিপা, পটুয়াখালী ১৭৭. আব্দুল আজিজ তালুকদার, পিতা- আব্দুল ওয়াহেদ তালুকদার, গ্রাম- পাতিয়াখালী, থানা- রাজাপুর, বরিশাল ১৭৮. আব্দুল মতিন, পিতা- আব্দুল করিম শিকদার, গ্রাম- ভূতরদিয়া, থানা- বাবুগঞ্জ, বরিশাল ১৭৯. একে ফজলুল হক চৌধুরী, পিতা- ডা. ইসহাক চৌধুরী, গ্রাম- বাহেরচর, থানা- হিজলা, বরিশাল ১৮০. মওলানা ফজলুর রহমান, পিতা- সুফী আহমদ আলী, গ্রাম- ডুমুরিয়া, থানা- নাজিরপুর, বরিশাল ১৮১. সরদার সুলতান মাহমুদ, পিতা- আব্দুল কাদের, গ্রাম- জুজখোলা, থানা- পিরোজপুর, বরিশাল ১৮২. ফজলুর রহমান তালুকদার, পিতা- মুজাফফর আলী তালুকদার, গ্রাম- শুরুলিয়া, থানা- মধুপুর, টাঙ্গাইল ১৮৩. শহীদুল্লাহ খান ইউসুফ জাই, পিতা- রফিকুল হোসেন ইউসুফ জাই, গ্রাম- চারণ, থানা- কালিহাতি, টাঙ্গাইল ১৮৪. হাকিম হাবিবুর রহমান, পিতা- সাইয়্যিদ আব্বাস আলী, গ্রাম- মাইজহাতি, থানা- ঘাটাইল, টাঙ্গাইল ১৮৫. হাফেজ উদ্দিন আহমেদ, পিতা- নাসিম উদ্দিন সরকার, গ্রাম- সিরদহ, থানা- কোতোয়ালী, ময়মনসিংহ ১৮৬. নূরুজ্জামান, পিতা- মাহমুদ আলী, গ্রাম- গোপালনগর, থানা- ইলামপুর, ময়মনসিংহ ১৮৭. এমএ গনি, পিতা- হাজি সেকান্দার আলী, গ্রাম- ইকবালপুর, থানা- জামালপুর, ময়মনসিংহ ১৮৮. মজহারুল ইসলাম, পিতা- মুন্সি মফিজ উদ্দিন, গ্রাম- কাটিহাটি, থানা- শ্রীবর্দি, ময়মনসিংহ ১৮৯. মো. হাসমত আলী, পিতা- জসিমুদ্দিন, ১ কলেজ রোড, ময়মনসিংহ ১৯০. এএসএম নাজমুল হুদা, পিতা- ইসহাক উদ্দিন, জেল রোড, ময়মনসিংহ ১৯১. আলী ওসমান, পিতা- আব্বাস আলী ফকির, গ্রাম- ঢাকিন রানীগাঁও, থানা- কমলকান্দা, ময়মনসিংহ ১৯২. সৈয়দ লোকমান হাকিম, পিতা- আমীরুদ্দিন, গ্রাম- কয়রাত, থানা- করিমগঞ্জ, ময়মনসিংহ ১৯৩. ডা. এমএ সিকদার, পিতা- রজ্জব আলী সিকদার, সোনামিয়া মার্কেট, সিদ্ধিরগঞ্জ, ঢাকা ১৯৪. নূরুল ইসলাম চৌধুরী, পিতা- আজমল আলী, ৪১/৪২ আগা সাদেক রোড, ঢাকা ১৯৫. মো. সিরাজউদ্দিন, পিতা- হাজি সিদ্দিক সরদার, ৫৭ হাজি আব্দুল মজিদ লেন, সূত্রাপুর, ঢাকা ১৯৬. আসগর হোসেন, পিতা- আব্দুল হাকিম, ৭৭ মালিটোলা, ঢাকা ১৯৭. হাজি আকিল, পিতা- হাজী শরিফ হোসেন, ১৪ নন্দকুমার দত্ত লেন, ঢাকা ১৯৮. ওবায়দুল কাদের, পিতা- আব্দুল কাদের, গ্রাম- ঘোড়াশাল, থানা- কালিগঞ্জ, ঢাকা ১৯৯. মো. সুলতান উদ্দিন খান, পিতা- চেরাগ আলী খান, গ্রাম- নোয়াদিয়া, থানা- মনোহরদী, ঢাকা ২০০. সাইফুর রহমান, পিতা- নওয়াবজাদা লতিফুর রহমান, গ্রাম- রাজপুর, থানা- বোয়ালমারী, ফরিদপুর ২০১. সৈয়দ কামাল ওরফে সৈয়দ কামার, পিতা- সৈয়দ হাফিজ, গ্রাম- বিনোদপুর, থানা- রাজবাড়ি, ফরিদপুর ২০২. রুস্তম আলী খান, পিতা- বাসের আলী খান, গ্রাম- মসলন্দপুর, থানা- বোয়ালমারী, ফরিদপুর ২০৩. সৈয়দ মোহাম্মদ আলী, পিতা- সাইয়্যিদ আবু সায়েদ, গ্রাম- ছায়ানী খরদিয়া, থানা- নগরকান্দা, ফরিদপুর ২০৪. শরাফত হোসেন চৌধুরী ওরফে চানু মিয়া, পিতা- আব্দুল খায়ের চৌধুরী, ১৮ কোর্ট হাউস স্ট্রিট, ঢাকা ২০৫. তোফাজ্জল হোসেন, পিতা- মওলবী আব্দুল হামিদ, গ্রাম- গোপালপুর, থানা- জাজিরা, ফরিদুপর ২০৬. গোলাম আযম তালুকদার, পিতা- আব্দুল কাদের তালুকদার, গ্রাম- মুখতারপাড়া, সিরাজগঞ্জ ২০৭. মোফাজ্জল আলী, পিতা- মগরেব আলী, গ্রাম- আটুয়া, পাবনা ২০৮. কোরবান আলী, পিতা- জোরান উদ্দিন, গ্রাম- চরকাইজুরি, থানা- শাহজাদপুর, কুষ্টিয়া ২০৯. মওলানা সাউফুদ্দিন ইয়াহিয়া, পিতা- আব্দুল হামিদ খান, গ্রাম- দুর্গাপাড়া, পাবনা ২১০. আব্দুল জব্বার, পিতা- জয়নাল আবেদিন, গ্রাম- ভাইজোড়া, থানা- বামনা, পটুয়াখালী ২১১. গোলাম মওলা ওরফে কাঞ্চন মিয়া, পিতা- আজিজুল রহমান, গ্রাম- হোগলাপাতি, থানা- বামনা, পটুয়াখালী ২১২. আব্দুল হাকিম, পিতা- ইউসুফ আলী, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৩. আব্দুল হক, পিতা- ওমর গাজী, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৪. ইনসান আলী, পিতা- ইজ্জত আলী, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৫. হাবিব মোল্লা, পিতা- আব্দুল ওয়াজেদ মোল্লা, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৬. জালাল, পিতা- কাশেম আলী, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৭. আলাউদ্দিন সিকদার, পিতা- সোনালী সিকদার, গ্রাম- বাদুরা, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৮. আব্দুল মজিদ, পিতা- ইউসুফ আলী, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২১৯. ইউনুছ মিয়া, পিতা- আফতাব মিয়া, গ্রাম- আউলিয়াপুর, থানা- গলাচিপা, পটুয়াখালী ২২০. আব্দুস সাত্তার, পিতা- সোমেদ হাওলাদার, গ্রাম- হোগলাপাটি, থানা- বামনা, পটুয়াখালী ২২১. আবদুল ওয়াহেদ, পিতা- তোয়াব আকন, গ্রাম- লেমুয়া, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২২২. ফাকারুদ্দিন (ফকিরুদ্দিন), পিতা- বন্দে আলী, গ্রাম- নাচনাপাড়া, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২২৩. খলিলুর হরমান, পিতা- লোয়া মিয়া, গ্রাম- রেহেনপুর, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২২৪. মোহাম্মদ হাসান যশোরী, পিতা- শিক্ষক (আরবি) নাকল এইচ ই স্কুল, যশোর ২২৫. হাফিচ করিম বক্স, পিতা- রওশন আলী, গ্রাম- হাবিবপুর, থানা- কোম্পানীগঞ্জ, নোয়াখালী ২২৬. মো. তোহা ওরফে আবু তোহা, পিতা- হাফিজ আমীর বক্স, গ্রাম- হাবিবপুর, থানা- কোম্পানীগঞ্জ, নোয়াখালী ২২৭. আব্দুল মোন্নাফ, পিতা- রইসউদ্দিন, গ্রাম- সেরামিশি, থানা- জগন্নাথপুর, সিলেট ২২৮. জিয়াউল ইসলাম চৌধুরী, পিতা- মো. ইসমাইল, গ্রাম- কাদুরখিল, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ২২৯. আবু তাহের মোহাম্মদ আবেদ, পিতা- ফজলুল করিম, গ্রাম- গাবুয়া, থানা- মির্জাগঞ্জ, পটুয়াখালী ২৩০. ফারুক মিয়া, পিতা- লালমিয়া, গ্রাম- ধূলিয়া, থানা- বাউফল, পটুয়াখালী ২৩১. আব্দুল বারেক মিয়া, পিতা- লালমিয়া, গ্রাম- ধূলিয়া, থানা- বাউফল, পটুয়াখালী ২৩২. মোতাহার সুফী, পিতা- আহমেদ হাওলাদার, গ্রাম- বাসুদেবপুর, থানা- বাউফল, পটুয়াখালী ২৩৩. আতাহার কাজী, পিতা- গাজী আলি, গ্রাম- মাদারতালি, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৩৪. আলতাফ হোসেন, পিতা- হাজী আয়েনুদ্দিন, গ্রাম- রূপবান, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৩৫. মকবুল হোসেন, পিতা- আমিনুদ্দিন, গ্রাম- ভাইজোরা, থানা- বামনা, পটুয়াখালী ২৩৬. সেকেন্দার আলী বিবাজিয়া, পিতা- হাসমত আলী বিবাজিয়া, গ্রাম- গুরচাকাঠি, থানা- বাউফল, পটুয়াখালী ২৩৭. ওয়াজেদ সুফী, পিতা- হামিদ আলী, গ্রাম- কালিশূরী, থানা- বাউফল, পটুয়াখালী ২৩৮. আব্দুল আজিজ খান, পিতা- রহিম খান, গ্রাম- গুরচাকাঠি, থানা- বাউফল, পটুয়াখালী ২৩৯. মো. শামসুদ্দিন, পিতা- হোচান আলী, গ্রাম- ধূলিয়া, থানা- বাউফল, পটুয়াখালী ২৪০. সাত্তার সরকার, পিতা- সাফার আলী সরকার, গ্রাম- পশ্চিম গুরচাকাঠি, থানা- বাউফল, পটুয়াখালী ২৪১. আহেরউদ্দিন হাওলাদার, পিতা- অসিমুদ্দিন, গ্রাম- কালমেঘা, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪২. ডা. শহিদ উল্লাহ, পিতা- শেরজন মুন্সি, গ্রাম- বারাইতলা, পটুয়াখালী ২৪৩. হোসেন আলী, পিতা- আজমত আলী, গ্রাম- হাতেমপুর, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪৪. কাশেম মৌলভী, পিতা- হাতেম আলী, গ্রাম- কোটাটেংরা, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪৫. সিরাজ খন্দকার, পিতা- মৃত মোনতাজ আলী, গ্রাম- গোভানপাড়া, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪৬. মো. সেলিম, পিতা- আব্দুল আজিজ, গ্রাম- নাচনাপাড়া, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪৭. আব্দুস সাত্তার, পিতা- আব্দুল ওয়াহেদ, গ্রাম- নাচনাপাড়া, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪৮. নাজিমুদ্দিন, পিতা- ওমিসুদ্দিন, গ্রাম- মাদারতালি, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৪৯. আরশেদ আলী চৌকিদার, পিতা- সোনামুদ্দিন, গ্রাম- মাদারতালি, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৫০. নাহার ওরফে নুদু, পিতা- আতাহার কাজী, গ্রাম- মাদারতালি, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৫১. শাহজাহান মিয়া, পিতা- মৃত আব্দুল মালেক, গ্রাম- মাদারতালি, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৫২. খলিলুর রহমান, পিতা- মৃত আব্দুল মালেক, গ্রাম- মাদারতালি, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৫৩. জিন্নাত আলী, পিতা- আলিমুদ্দিন, গ্রাম- চারাখোলা, থানা- পাথরঘাটা, পটুয়াখালী ২৫৪. আব্দুল মালেক, পিতা- আব্দুল গনি, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৫৫. আবদুল হামিদ, পিতা- মৃত কালা মিয়া, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৫৬. মো. ইদ্রিস, পিতা- মৃত গুরে মিয়া, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৫৭. নূর আহমেদ, পিতা- মৃত শরাফত আলী, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৫৮. আবদুল মোন্নাফ, পিতা- মৃত ওয়াজেদ আলী, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৫৯. আহমেদ খান, পিতা- মৃত মোহাররম খান, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৬০. আবুল কাশেম ওরফে কাশেম আলী, পিতা- মুস্তাফিজুর রহমান, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৬১. বাসুদেব কৈবর্ত, পিতা- মৃত দুর্গাচরণ কৈবর্ত, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৬২. নূরুল হক, পিতা- আমিন শরিফ, গ্রাম- মোহারা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৬৩. মো. আব্দুল লতিফ খান, পিতা- শরবত খান, গ্রাম- করুতা, থানা- সোহাবা, চট্টগ্রাম ২৬৪. আবদুল গনি, পিতা- আলী আকবর, গ্রাম- নাইখাইন, থানা- পটিয়া, চট্টগ্রাম ২৬৫. মোতাহার আলী, পিতা- আলী আকবর, গ্রাম- নাইখাইন, থানা- পটিয়া, চট্টগ্রাম ২৬৬. আবু হিনা, পিতা- আলী আকবর, গ্রাম- নাইখাইন, থানা- পটিয়া, চট্টগ্রাম ২৬৭. আবুল হুসেন, পিতা- মৃত জহির আহমেদ সওদাগর, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৬৮. আবদুর রহমান ওরফে বাদশা মিয়া, পিতা- আহমদুর রহমান মিস্ত্রী, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৬৯. আনু মুন্সি, পিতা- মকবুল হোসেন, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭০. গোলাম সোবহান, পিতা- আলী আহমেদ, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭১. মো. কামাল, পিতা- অলি আহমেদ, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭২. নূরুল ইসলাম, পিতা- নূর আহমেদ চৌকিদার, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭৩. বাদাইন্যা, পিতা- আমির আলী, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭৪. মোহাম্মদ আলী, পিতা- লাল মিয়া, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭৫. আলী আহমেদ, পিতা- আমজাদ আলী, গ্রাম- কুলগাঁ, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭৬. ফয়েজ আহমেদ ওরফে ফজল করিম, পিতা- পিতা- নূর আহমেদ, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭৭. মো. হাসেম, পিতা- আরাফাত রহমান, গ্রাম- বাটুয়া, থানা- হাটহাজারি, চট্টগ্রাম ২৭৮. চৌকিদার নূরুন্নবী, পিতা- মো. ইউনুস, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৭৯. বদিউর রহমান, পিতা- মস্তান মিস্ত্রী, গ্রাম- পাঁচশাইল, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৮০. মো. ডসদ্দিক ওরফে হাজী সিদ্দিক শেঠ, পিতা- মৃত তৈয়ব আলী, গ্রাম- খাতুনগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রাম ২৮১. নূরুল ইসলাম কন্ট্রাক্টর, পিতা- আমীর আলী, গ্রাম- শাবানঘাটা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৮২. নূরুল আলম ওরফে নূরু, পিতা- মো. সোলায়মান, গ্রাম- শাবানঘাটা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৮৩. আহমেদ হোসেন কন্ট্রাক্টর, পিতা- মৃত করম আলী, গ্রাম- শাবানঘাটা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৮৪. মাওলানা মো. আলী, পিতা- মাওলানা আবুল কাশেম, গ্রাম- শাবানঘাটা, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৮৫. এমদাদ হোসেন, পিতা- সাদেক হোসেন, কোয়ার্টার এফ/বি-২, শেরশাহ কলোনি, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ২৮৬. মো. হোসেন, পিতা- এলএকে আবদুল্লাহ, হালিশহর কলোনি, ডবলমুরিং, চট্টগ্রাম ২৮৭. আবদুল খালেক, পিতা- সালেহ আহমেদ, গ্রাম- মোখাল, থানা- হাটহাজারি, চট্টগ্রাম ২৮৮. হাফেজ আহমেদ ওরফে হাফিজুর রহমান তালুকদার, পিতা- মৃত ওয়াসিমুদ্দিন, গ্রাম- মোখাল, থানা- হাটহাজারি, চট্টগ্রাম ২৮৯. ফয়েজ আহমেদ, পিতা- আহমেদ মিয়া, গ্রাম- ফাতিকা, থানা- হাটহাজারি, চট্টগ্রাম ২৯০. সেধু মিয়া, পিতা- মিনসি মিয়া, গ্রাম- মোখাল, থানা- হাটহাজারি, চট্টগ্রাম ২৯১. শামসুল আলম খান, পিতা- সায়েদ আহমেদ খান, গ্রাম- মোখাল, থানা- হাটহাজারি, চট্টগ্রাম ২৯২. নূর আহমেদ, পিতা- আবদুল গনি, গ্রাম- দক্ষিণ বোগাচাতর, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ২৯৩. তাজুল ইসলাম ওরফে তাইজ্যা, পিতা- সেকেন্দর মিয়া, গ্রাম- দক্ষিণ বোগাচাতর, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ২৯৪. আলী আকবর ওরফে আপাইন্যা, পিতা- দলিলুর রহমান, গ্রাম- দক্ষিণ বোগাচাতর, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ২৯৫. সিদ্দিক আহমেদ ওরফে সিদ্দিয়া, পিতা- আবদুল গনি, গ্রাম- দক্ষিণ বোগাচাতর, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ২৯৬. মো. হোসেন, পিতা- আবদুল গনি, গ্রাম- দক্ষিণ বোগাচাতর, থানা- সীতাকুন্ড, চট্টগ্রাম ২৯৭. নূর আলম, পিতা- মাদাই চারাতি, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ২৯৮. আতাউল কবির, পিতা- মৃত আহমেদ কবির, গ্রাম- পাকুরিয়া চৌধুরীপাড়া, থানা- বাঁশখালি, চট্টগ্রাম ২৯৯. মৌলভী মমিন, পিতা- মৃত আবদুল্লাহ চৌধুরী, গ্রাম- দক্ষিণ কেশোয়া, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ৩০০. মৌলভী হাফেজ আহমেদ, পিতা- ক্বারী আফজাল আহমেদ, গ্রাম- তালগাঁ, থানা- সাতকানিয়া, চট্টগ্রাম ৩০১. নাসির আহমেদ, পিতা- জহীর আহমেদ, গ্রাম- পাকুরিয়া (মুন্সিবাড়ি), থানা- বাঁশখালি, চট্টগ্রাম ৩০২. মৌলভী নোমান, পিতা- সায়েদুর রহমান, গ্রাম- পাকুরিয়া ( চৌধুরীপাড়া), থানা- বাঁশখালি, চট্টগ্রাম ৩০৩. মৌলভী রফিক আহমেদ, পিতা- মো. মুসলিম, গ্রাম- উত্তর পাকুরিয়া , থানা- বাঁশখালি, চট্টগ্রাম ৩০৪. মো. মুসলিম, পিতা- মৃত হাচান আলী, গ্রাম- উত্তর পাকুরিয়া , থানা- বাঁশখালি, চট্টগ্রাম ৩০৫. মুজহার আহমেদ, পিতা- নূরুল ইসলাম, গ্রাম- পূর্ব ষোলশহর, থানা- পাঁচশাইল, চট্টগ্রাম ৩০৬. হামিদুল কবির চৌধুরী ওরফে খোকা, পিতা- ফজল কবির চৌধুরী, গ্রাম- পূর্ব জোয়ারা, থানা- পটিয়া, চট্টগ্রাম ৩০৭. মাহফজল কবির চৌধুরী ওরফে কাঞ্চন, পিতা- ফজল কবির চৌধুরী, গ্রাম- পূর্ব জোয়ারা, থানা- পটিয়া, চট্টগ্রাম ৩০৮. আবু তাহের ওরফে বুদাইয়া, পিতা- সিরাজুল হক, গ্রাম- পূর্ব জোয়ার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।