ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
নিরিবিলি সন্ধ্যায়, মন শুধু চায় চায়
আঁধারের বুক কেটে, দূর পথ দূরে যায়
আকাশ পাখি, গানে গানে মূর্ছনায়
জীবনের আল-পথ, ঠিকানা খুঁজে পায়
চকচকে বাতাস, হিম হিম শিহরণে
দোলা দেয় হেসে হেসে.. মনে মনে
শ্রাবণের কান্না, বলে আমি আসি আসি
আষাঢ়ের বিদায়, তবুও সে হাসি হাসি
বারান্দার গ্রীলে, বেলীর জড়ানো সুখে
দূর হতে ছুটে আসে জল.. মরু বুকে
কালেরও স্রোতে ক্ষয়ে যাওয়া.. ক্লান্ত হৃদয়
উচ্ছাসে হেসে ওঠে, হয় নুতন সূর্যোদয়....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।