বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম। এ জেলা থেকে প্রথম প্রকাশিত অনলাইন পত্রিকা `কুড়িগ্রাম নিউজ'
কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার নিচে চলে আসায় সদর উপজেলায় কিছুটা উন্নতি এবং ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়া রাজিবপুর, উলিপুর, রৌমারী ও চিলমারী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বুধবার সকালে চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ৬ সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৭ সে.মি.নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ কারণে ৪টি উপজেলায় নতুন করে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে দু’দিনে প্লাবিত গ্রামের সংখ্যা ২০৩টিতে দাঁড়িয়েছে। এসব গ্রামে এখন প্রায় দেড় লাখ মানুষ পানি বন্দী হয়ে আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।