আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আমরা অতিসত্বর পপগুরু আযম খানের পাশে দাঁড়াই


আজকের 'আমাদের সময়ে' Click This Link একটি খবরে হঠাৎ করে চোখ আটকে গেল। বাংলার পপগুরু বীর মুক্তিযোদ্বা আজম খানের চিকিৎসা মাত্র ৬০ লক্ষ টাকার জন্য থেমে গেছে!!! এও আমাদের শুনতে, দেখতে হোল!!!! যেখানে যদু-মদুদের এয়ার-এ্যাম্বুলেন্সে করে বিদেশের যেখানে-সেখানে গিয়ে চিকিৎসা করাতে মাল-কড়ির অভাব হয় না, যেখানে বাংলাদেশের অথর্ব রাষ্ট্রপতির নিয়মিত মেডিকেল চেক-আপ, সর্দি-কাশির চিকিৎসার জন্য সিংগাপুর ও লন্ডনে পুরা বহরের খরচা-পাতিতে রাষ্ট্রের জনগনের কোটি কোটি টাকার অপচয় হয় সেখানে গুরু আযম খানের চিকিৎসার জন্য প্রধান মন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করতে হয়!!!! আর আবেদন করার পর প্রধানমন্ত্রী দয়া-পরবশত হয়ে (!) ২ (দুই) লক্ষ টাকার এক বিশাল(!!) সাহায্য দিয়ে প্রকারন্তে পপগুরুকে অপমান করেছেন। ইতিমধ্যে অনেক ব্যক্তি, চ্যানেল, মিডিয়া ব্যাক্তিত্ব (যেমন, হানিফ সংকেত), শিল্পীবৃন্দসহ প্রমুখ পপগুরুর সাহায্যে এগিয়ে এসেছেন এবং আরো অনেকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন যা আদৌ গুরুর হাতে সঠিক সময়ে যাবে কিনা সন্দেহ আছে। আমরা সকলেই জানি ক্যান্সার চিকিৎসায় সময় এক বড় ফ্যাক্টর। সাবিনা ইয়াসমিন, খোন্দকার দেলোয়ার সহ আরো অনেকের ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়ার ফলে তারা চিকিৎসার পর অনেকটাই সুস্থ।

পপগুরুর গলার ক্যান্সারে অতি-সত্বর অপারেশন না হলে তা খুব তাড়াতাড়ি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ার আশংকা আছে। তাই আমাদের খুব তাড়াতাড়ি এ বিষয়ে কিছু করার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সেই কবে গুরু সাহায্য পাবেন কবে গুরুর অপারেশন হবে সে অপেক্ষায় না থেকে আসুন আমরা যারা দেশে-বিদেশে আছি অন্তত:পক্ষে প্রতিদিনের কয়েক কাপ থেকে এক/দু কাপ কফি/চা, সিগারেট কিংবা অন্য কোন বাহুল্য খাতের খরচ কয়েকমাসের জন্য কমিয়ে দিয়ে ইচ্ছা, সামর্থ্য অনুযায়ী পপগুরু আযম খানের সাহায্যে এগিয়ে আসি। এ ক্ষেত্রে সিংগাপুরে বসবাসরত ব্লগার ভাই-বোনদের কে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কিংবা অন্য কোনভাবে গুরুর অথবা তাঁর ছেলের সিংগাপুরের অবস্থানের পুর্ন ঠিকানা জোগার করে আমাদেরকে জানাতে বিনীত অনুরোধ করছি যাতে করে ওয়েস্টার্ণ ইউনিয়ন, পে-পল কিংবা অন্য কোন সুবিধাজনক মাধ্যমে তাঁকে টাকা পাঠাতে পারি। আর যদি সিংগাপুরের কোন আর্থিক প্রতিষ্ঠানের (বাংলাদেশের নয়) তাঁদের কোন একাউন্ট থাকে সেটাও আমাদের জানালে আমাদের অতিদ্রুত সিদ্বান্ত নিতে সুবিধা হবে।

প্লীজ ভাইরা নিজেদের মুল্যবান সময় সামান্য একটু নষ্ট করে এই কষ্ট টুকু করুন। আমার দৃঢ়- বিশ্বাস রাজনৈতিক চিন্তাধারায়, মন-মানসিকতায় ভিন্নমততা থাকলেও এই ব্যাপারে বাংলাদেশের দয়ালু বাংগালী জাতি ঠিকই সাড়া দিবে।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.