অতিসত্বর সম্পূর্ণ শ্যামাসুন্দরী খাল সংস্কার করা হবেÑ রংপুর পৌরসভার মেয়র এ. কে. এম আব্দুর রউফ মানিক
রংপুর নগরীর জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরীÑরংপুর নগর উন্নয়ন কমিটির আহ্বায়ক ওয়াদুদ আলী
আঞ্চলিক সেমিনারে অভিমত
রংপুর নগরীর জন্য সকলের অংশগ্রহণে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরী। সেক্ষেত্রে নগরীর বিদ্যমান সুবিধা সংরক্ষন করার পাশাপাশি পর্যাপ্ত মাঠ-পার্ক নির্মাণ, জলাশয় সংরণ ও সংস্কার এবং হাঁটার সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। জলাশয় প্রসঙ্গে, রংপুর পৌরসভার মেয়র এ. কে. এম আব্দুর রউফ মানিক অতিসত্বর সম্পূর্ণ শ্যামাসুন্দরী খাল সংস্কার করা হবে বলে উল্লেখ করেন। আজ সকাল ১১টায় রংপুর তিলোত্তমা হোটেল সভাকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ডরপ, শ্যাডো ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সম্মিলিত আয়োজনে “নগরায়ন, যানজট ও পরিবেশ: প্রেতি রংপুর” শীর্ষক আঞ্চলিক সেমিনারে এ সকল আলোচনা হয়।
রংপুর পৌরসভার মেয়র এ. কে. এম আব্দুর রউফ মানিক বলেন, রংপুর কোটপ্রাঙ্গনের পাশে শ্যামাসুন্দরী খালের কিছু অংশ সংস্কার করা হয়েছে।
খালের পাড়ে তৈরি করা হয়েছে হাঁটাপথ ও বসার ব্যবস্থা। যা নগরবাসীয় দৃষ্টি আকর্ষন করেছে এবং সকলেই বিনোদন সুবিধা পাচ্ছে। তারই আদলে শ্যামাসুন্দরী খালের সম্পূর্ণ এলাকা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যায় আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। এই খালটি নগরীর মাঝখান দিয়ে প্রবাহিত এবং প্রায় প্রতিটি ওয়ার্ডকে স্পর্শ করেছে বিধায় সকলেই এ থেকে সুবিধা পাবেন।
বর্জ্য ব্যবস্থাপনার েেত্র সচেতনতা ও জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। তিনি জাপানের উদাহরণ দিয়ে বর্জ্য ব্যবস্থাপনার েেত্র আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। সেেেত্র নগরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। তিনি রংপুরের উপর চাপ কমাতে বিভাগের অন্যান্য শহরের সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন। পৌরসভা মেয়র দরিদ্রদের আবাসন প্রকল্প বাস্তববায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেন।
রংপুর শহর উন্নয়ন কমিটি’র আহ্বায়ক ওয়াদুদ আলী বলেন, রংপুর নগরীতে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির জন্য সকলের অংশগ্রহনে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ঢাকায় যে সঙ্কট তৈরি হয়েছে সে অভিজ্ঞতা থেকে শিা নিয়ে রংপুর নগরীকে সাজাতে হবে। এজন্য রংপুরের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সরকারের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, রংপুরবাসীর সমর্থন নিয়ে আন্দোলনের মাধ্যমে রংপুর নগরীকে বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত করা গেছে। এখন এই নগরীর উন্নয়নে পাড়া-মহল্লাভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে রংপুর নগরীকে বাসযোগ্য করতে ধারাবাহিক কাজ করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
সেমিনারে রংপুর নগরীতে বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টিতে রংপুর নগরীর জন্য একটি অভিভাবক সংস্থা প্রতিষ্ঠা করা; নগরীর সকল পরিকল্পনা, উন্নয়ন ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করা; সকল নীতিমালা ও পরিকল্পনার মধ্যে সমন্বয় করা; সরকারী ও বেসরকারী সংস্থার মধ্যে কাজের সমন্বয় করা; পরিকল্পনায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা; জাতীয় বাজেটে আলাদা বরাদ্দ বৃদ্ধি ও এর সুষম ব্যবহার নিশ্চিত করতে হবে; নগর ও যাতায়াত ব্যবস্থার মধ্যে সমন্বয় করা; হাঁটা, সাইকেল, রিকশা চলাচলের সুবিধা আরো বৃদ্ধি করা; নগরের অভ্যন্তরে পাবলিক বাস সার্ভিস চালু করা; অটো রিকশা ও মোটর সাইকেল নিয়ন্ত্রণ করা; প্রাইভেট কার ব্যবহার বাড়তে না দেওয়া; আন্তনগর যাতায়াত ও মালামাল পরিবহনে রেলের স¤প্রসারণ ও আরো কার্যকর করা; মিশ্র এলাকা তৈরি করা; সকলের জন্য আবাসন সুবিধা রাখা; দরিদ্র মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা করা; নতুন নতুন কৃষিনির্ভর শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সৃষ্টি করা; পর্যাপ্ত মাঠ ও পার্ক নির্মাণ ও বিদ্যমানগুলি সংস্কার সাপেে মানুষের ব্যবহার উপযোগী করা; উত্তরাঞ্চলে ভাওয়াইয়া গানের গবেষণা ও চর্চা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে; খাল-বিল-পুকুর-নদীসহ সকল জলাশয় দখল ও দূষণমুক্ত রাখা; মেডিকেল বর্জ্যসহ সকল প্রকার বর্জ্য ব্যবস্থাপনায় পদপে গ্রহণ করা; রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সকলের শিা সুবিধা নিশ্চিত করা।
সকলের জন্য মানসম্পন্ন চিকিৎসার সুযোগ সৃষ্টি করার সুপারিশ করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর নগর ঊন্নয়ন কমিটির আহ্বায়ক ওয়াদুদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পৌরসভার মেয়র এ. কে. এম আব্দুর রউফ মানিক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াছ আহমেদ প্রবন্ধ উপস্থাপন করেন ডরপ-রংপুর এর পরিচালক এস. এম. মেরাজ উদ্দিন এবং ডবব্লউবিবি ট্রাস্ট এর ন্যাশনাল এ্যাডভোকেসি অফিসার মারুফ রহমান।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নেতা জনাব মহিদুল হক খান, ওয়ার্ড কমিশনার ইরা হক, সেমিনার পরিচালনা করেন এসিএডি এর নির্বাহী পরিচালক মো: আহসান হাবিব। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্যাডো-রংপুরের প্রধান নির্বাহী সারওয়ার জামিল খন্দকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।