আমাদের কথা খুঁজে নিন

   

যাক তবে কেটে যাক বিংশতি বছর



আমি ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে দেখি তুমি নেই অথচ আমি জানি ফ্ল্যাশব্যকে বিস্ময় ও উদ্ভাস মৌনতার সৌন্দর্য, প্রতিভাস তুমি প্রচ্ছন্ন দাঁড়িয়ে আছ আমার ইজেলে। চোখের আকাশ ছুঁয়ে যে ভাষা হৃদয়ের অতল ছুঁয়েছে সে ভাষা কি বলেছিল হাওয়া কি রাই একদিন? পৃথিবী কি এই ভাষা বারবার ছুঁয়ে ছেনে দেখে! বারবার পদাবলী, মেঘদূত লেখে? তালুতে চুম্বন-চিহ্ণ- ভালোবাসা সমান মসৃণ হৃদয়ের লাভ-ডব খেলা যাক তবে কেটে যাক বিংশতি বছর প্রেম হবে বারবার প্রতিরোধহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।