ঘরেও নহে পারেও নহে,যে জন আছে মাঝখানে...............
সহস্র যুগের পরে
তোমার গল্পসহ কবিতা আর গানের কথা পড়ার
জন্য প্রজন্ম থেকে যাবে;
শত বছরের পুরোনো অনুরাগীর ভিড়,
'১৪০০ সাল' পেরিয়ে ছুটে চলা গবেষকের সংখ্যা
অঙ্কে ধরবে না।
তবু,
তোমার প্রসংশা বা দর্শনকে
আজও ভালোবাসতে গিয়ে থেমে যেতে চাই!
'গীতাঞ্জলি'তেই যদি শেষ হতো ওখানেই যদি থামতে,
কবিতা বলে যদি কিছুই না থাকত....
শুধু তোমার সুরের অন্যধারা ,গানের কথাগুলোকে
ধারণ করে চলে যেতাম পথের বাকিটুকু।
সুরের মতো আমার কণ্ঠজুড়ে
প্রেম আনো,গল্পের মতো
ভালোবাসা; জানি
অন্ধকারের প্রম সে।
'না-দেখা', 'অ-দেখা'র ছল করে চলা যেন
অনন্ত মেঘের আড়ালে।কিন্তু বলতে হয়,
'বঁধু' এ 'কোন আলো লাগল লাগল চোখে?'
হারিয়ে যাওয়ার খেলাটুকু
তোমাকে কেবল মস্ত আলো করে দিয়ে গেল,
প্রেম হয়ে থেমে গেল আমাতে।
জানি,
অন্ধকারের মতোই আমার
প্রেম,গভীরতার চেয়ে গাঢ়।
'কালো তা সে যতই কালো হোক'
'আলো' আমি পেলাম 'বঁধু'
'হৃদয় খুলিয়া'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।