আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথকে বর্জন করো!!!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

মালিবাগ এলাকায় যারা থাকেন তারা খুব সহজেই আবুজর গিফারী কলেজের নামটা জানেন । আরা যারা মালিবাগের আশে-পাশের এলাকা দিয়ে যাতায়াত করেন তারাও নিশ্চয়ই আবুজর গিফারী কলেজের বিশাল সাইনবোর্ডটি দেখছেন । মালিবাগে ঢোকার মুখে রাস্তার উপর বিরাট সাইনবোর্ড ।

সে সাইনবোর্ডে বড় করে লেখা আছে পড় তোমার প্রভুর নামে । কিন্তু এই সাইনবোর্ডে একসময় এমনি বড় করে লেখা হতো 'রবীন্দ্রনাথকে বর্জন করো । ' খুব বেশীদিন আগে নয় । ১৯৬০ সাল কিংবা তারকিছু আগে । তৎকালীন পকিস্থানী শাসক যখন কোনভাবেই আমাদের দমাতে পারছিল না , আমাদের ভাষা কেড়ে নিতে পারলনা তখনই তারা শুরু করল রবীন্দ্রনাথকে বর্জন করতে হবে ।

কেননা তিনি হিন্দু । কি চমৎকার যুক্তি । এমন যুক্তি যেমন সেকালে দেখেছেন তিমনি একালে ও দেখবনে । সেই তাদেরই মুখে যারা সেইকালের রাজনীতি ধ্যান-ধারণা এবং পাকিস্থান প্রেম নিয়ে চলেন । তাদের রবীন্দ্রনাথ রচিত জাতীয় সংগীত এ ভাল লাগেনা তাদের চাই পাকিস্থান জিন্দাবাদ টাইপের গান ।

তাদের রবীন্দ্র নাথে খুবই অরুচি কেননা তিনি হিন্দু । একবার ভাবুন তো রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ?? রবীন্দ্র সাহিত্য ছাড়া বাঙালি ??তবেই বুঝতে পারবেন , কেন রবীন্দ্র নাথকে বর্জন করতে হবে , কেন ১৪ ডিসেম্বর এর প্রয়োজন হয় । তাহলেই বুঝতে পারবেন কারা হুমায়ূন আজাদকে মেরে ফেলে , কারা তারা সমাধি করতে দেয়না ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে । কেন রমনায় - উদীচিতে বোমা হামলা হয় , কেন স্মৃতিস্তম্ভে ফুল দিলে পূজা হয় ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।