হ্যা এমনটিই বলেছেন ইন্দোনেশিয়ান ইমামরা । যে কথা বোঝা বা বলা উচিত ছিল অ্যারাব বিশ্ব থেকে বা পাকিস্তান বা অন্য কোথাও থেকে নীচের লিন্কটি দেখুন :
http://www.thejakartaglobe.com/home/nu-prohibits-members-from-conducting-sweeps-on-indonesian-entertainment-venues/386419
আমি বিশ্বাশ করি বিশ্বে মুসলিম রেনেসা পশ্চিমা বা অন্য কোন দিক থেকে না , তা উদয় হবে পূর্ব থেকেই । অবাক হবনা যদি তা হয় বাংলাদেশ থেকে - আমি আসলে তা আশাও করি । দিন বেশী দূরে নয় বাংলাদেশ বিশ্ব নেত্রীত্ব দেবে ।
যে কথা মওদুদীরা সৈয়দ কুতুবরা হাসান আল বানারা ইসলামের নামে ছরাইছে তা তাদের নারী আর অর্থ বিত্ত বৈভবের লোভের কারনে । যে ডিভাইন পাওয়ার তার কথা অত কুৎসিত আর কুটিল আর অমানবিক কখনই হতে পারেনা ।
এখন দেখা যাক এরা কি প্রতিক্রিয়া দেখায় ? হয়ত এরা বলবে ইন্দোনেশিয়ানরা বাংলাদেশীরা সাচ্চা মুসলিম নয় ।
এদের চোখে তো সাচ্চা মুসলিম পাকিস্তানীরা অ্যারাবরা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।