সিরিয়ার ব্যাপারে দেরি না করে এখনই ব্যবস্থা নিতে সিরিয়ার সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাসায়নিক হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বলে অভিযোগ ওঠার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়াও বিষাক্ত গ্যাস প্রয়োগের ঘটনাস্থল পরিদর্শনে রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক দলকে সুযোগ দিতে জোর দাবি করেছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, কোনো ধরনের বিলম্ব ছাড়াই সরকারের কাছ থেকে সহযোগিতা আশা করছি।
তবে এখনো সিরিয়া সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বক্তব্য আসেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।