সিরিয়া যেন প্রতিশ্রুতিমতো তার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মহলের হাতে তুলে দেয়, সে জন্য দেশটির ওপর চাপ তৈরি করতে আজ সোমবার একমত হয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। সম্ভাব্য মার্কিন আগ্রাসনের হাত থেকে বাঁচতে রাসায়নিক অস্ত্র সমর্পণের ঘোষণা দিয়েছে সিরিয়া। যুক্তরাষ্ট্র বলছে, বিষাক্ত সারিন গ্যাস প্রয়োগ করে কয়েক শ নিরীহ মানুষকে হত্যা করেছে সিরিয়ার সরকার। এ জন্য সরকারকে উত্খাত করতে বা উচিত শিক্ষা দিতে দেশটির ওপর ব্যাপক সামরিক অভিযান চালানো উচিত।
রয়টার্স জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্য এ তিন রাষ্ট্র পরিষদে একটি জোরালো প্রস্তাব উত্থাপন করতে চায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের দপ্তর থেকে জানানো হয়েছে, ওই প্রস্তাবের লক্ষ্য থাকবে সিরিয়ার অস্ত্র সমর্পণের একটি কড়াকড়ি সময়সীমা বেঁধে দেওয়া।
সিরিয়াকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া ঐকমত্যে পৌঁছানোর দুই দিন পর ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে এ বিবৃতি দেওয়া হলো। আজ প্যারিসে তিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট বৈঠক করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।