ঈশ্বরই সেই মানুষের অবস্থার তখনই পরিবর্তন করেন যখন সে নিজে তাঁর অবস্থার পরিবর্তন করে।
এম বি ফয়েজ। । ২৯ সেপ্টেম্বর : সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের কাছে রাসায়নিক অস্ত্র আছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ বিষয়ে তাদের কাছে দিন দিন শক্তিশালী প্রমাণ জমা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে ল্যাভরভ বলেন, বিদ্রোহীদের একটি ফোন কলে আড়িপেতে রাসায়নিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা শোনা গেছে।
রুশ মন্ত্রী বলেন, বিদ্রোহীদেরকে রাসায়নিক অস্ত্র পাওয়ার প্রচেষ্টা কিংবা তা ব্যবহারের বিষয়ে বিরত রাখতে তিনি আমেরিকা ও অন্য কয়েকটি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
ল্যাভরভ জানান, সিরিয়ার বিদ্রোহীরা যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে তার প্রমাণ মস্কো এরইমধ্যে জাতিসংঘে তুলে ধরেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস হওয়ার একদিন পর ল্যাভরভ এসব কথা বললেন। ওই প্রস্তাবে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানানো হয়েছে এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসের বিষয়ে সব সদস্য দেশ একমত হয়েছে।
তথ্যঃ রেডিও তেহরান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।