আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো না-জানিয়া চেয়ো না আমার আধেক আঁখির পানে

গল্পের রাজত্বে বসবাস করছি আপাতত

পুরান? তাই বলে কি ফেলে দিতে হবে। পৃথিবীতে তো সবই পুরনো হয়, পৃথিবী স্বয়ং পুরনো হয়। কিন্তু পুরনোকে নতুন করে পাবো বলেই তো সৃষ্টির উল্লাস। আমরা পুরনো জিনিস ফেলে দিলে তা মাটিতে আর্বজনা হয়ে থাকে, মাটির সাথে মেশে না। আর নতুন নতুন জিনিস তৈরি মানেই শক্তির অপচয়।

বৈশ্বিক উষ্ণায়ণ ঠেকাতে রিসাইকেল বা পুনরায় ব্যবহারের তুলনা নেই। আর যদি পুরনোকে নতুন করে ব্যবহার করা যায় তবে তো সোনায় সোহাগা .... [এটি রিপোস্ট করা হলো সবার দৃষ্টি আকর্ষেনর জন্য] দেখুন পুরনো প্যান্ট কোটের কী সৃষ্টশীল ব্যবহার পুরনো কাঠের বেড়া দিয়ে নতুন ছবির ফ্রেম। বাশ দিয়ে করা যাবে। রঙিন বোতলের নতুন ব্যবহার ব্যাগ হোল্ডার। ছাতি মাতি রাখতে পারবেন।

কাপড় প্লাস্টিক যা খুশি সেলাই করে বানান। বিয়ার আর মদের বোতল কেটে দুধ বা জুসের গ্লাস পুরনো ঝুড়ি, কোক-পেপসির ক্রেড কেটে মোড়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।