আমাদের কথা খুঁজে নিন

   

ভালো বাসি সখী ভালোবাসি তোরে...., দোহাই লাগে, সখী ভিখারী করিসনা মোরে...

"সোনার বাংলা রূপোর পালে ব্লগের হাওয়া লাগলো বলে, ঘুচল শিকল মুক্ত পাখির ফুটল বুলি যন্ত্রজালে। "

ভালো বাসি সখী ভালোবাসি তোরে...., দোহাই লাগে, এ জনমে ভিখারী করিসনা মোরে... কতবার ভেবেছি আমার বাজেট ভুলিয়া তোমারও পরনে দিব কাতান তুলিয়া, চরনে খড়ম দেব তার মূল্য বাঁরশো আসি কি করে বলিব আমি সখী,তোমারে কত ভালবাসি . দুর্মুল্যের এই বাজারে মম গলে গলে ফাসি কেমনে তোমারে কব আমি কতটা ভালবাসি প্রিয়সি কে প্রকৃতির রূপে সাজিয়ে দেবো। শুধু ভালবাসার আর প্রকৃতির উপহার, তাই আমার যা সম্বল, তা দিয়েই তাকে ভালবাসার, আহ্বান করিব। সখী মোরে কয়, শুধু ভালবাসিও, যা আছি ভাল আছি। চাই না দামি দামি উপহার, চাই শুধু ভালবাসা তোমার।

একটু যদি আহার থাকে, ঘর থাকে তাহলে সেটাই দুজন ভাগ করে নিবো। এটাই কি বেশি নয়? আরও কিছু চাইব নাকি তোমার কাছে??? তুমি মোটেও ক্ষুদ্র নও। ভালবাসার এক মহাসিন্ধু। গর্ব হবে আমার, যে হয়েছি তোমার বন্ধু একবার। আমি ফোটা ফোটা বিন্দু বিন্দু করে দিয়েছি ভালবাসা, এসো দুজনে মিলে... এভাবেই গড়ি ভালবাসার মহাসিন্ধু।

একজনাই কি আর হয়? সবাই ভালবাসতে পারে বলেই পৃথিবীটা নির্মল হয়,অনেক অসুন্দরের মাঝেও সুন্দর হয়। হয়ত বন্ধু আমি ছিলাম না । বা আছি, থাকব। একদিন তোমার কথা শুনেই আমি পটে গেছিলাম, সত্যি স্বপ্নের দেশে নিয়ে গেছো আমাকে। কি অসাধারন কত সন্দুর তোমার ঐ স্বপ্নের ভুবন।

একদম যেন তোমার আর আমার জন্যই বানানো। তাই না? অথচ কখনও বলা হয়ে ওঠে নি কতটা ভালবাসি তোমাকে। দাও না সখী - তোমার ঐ হাত দুটো, আজ বলি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাশি ভালোবাসি ভালোবাসি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.