To put the world right in order, we must first put the nation in order; to put the nation in order, we must first put the family in order; to put the family in order, we must first cultivate our personal life; we must first set our hearts right -Confucius
বিয়ের সাজে নবদম্পতি তিশা-ফারুকী। বিয়ের অনুষ্ঠান হয় রাজধানীর ওয়েস্টটিন হোটেলে।
ছবি: কবির হোসেন
বিয়ের আসরে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় তাঁদের বিয়ের অনুষ্ঠানের। এর আগে দুপুর ১২টায় বনানীতে তিশার বাবার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘খাওয়া-দাওয়ার সঙ্গে থাকছে হজমের সু-ব্যবস্থা’। হ্যাঁ, একই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয় দুটি মঞ্চ। একটি মঞ্চে বসেছিলেন বর-কনে। আর অন্য মঞ্চে ছিল আনন্দের আয়োজন।
নতুন বর-কনেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিথিদের অন্যতম আগ্রহ ছিল এই মঞ্চের দিকে। আরজে অপুর উপস্থাপনায় অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্য থেকে বিশিষ্ট কয়েকজনকে এই মঞ্চে আমন্ত্রণ জানানো হয়। ‘বিয়ের সুফল ও কুফল’ বিষয়ের ওপর কথা বলেন তাঁরা। ছিল গানের আয়োজন। আগেই জানানো হয়, এই মঞ্চে অতিথিদের কথার ফাঁকে ফাঁকে গান করবেন ফাহমিদা নবী, হাবিব, ন্যান্সি ও শিরোনামহীনের তুহিন।
ফারুকী ও তিশার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন কবি, সাহিত্যিক, টিভি-চলচ্চিত্র-বিজ্ঞাপনজগতের তারকা ও নির্মাতারা এবং বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Click This Link
আমার এখন কি হবেগো
বিয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তিশা-ফারুকী।
আহারে দুইজন খুশী কতো?? দেখছেন্ননি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।