আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ৭ -এ Master Boot Record (MBR) এবং Globally Unique Identifier Partition Table (GPT) পার্থক্যগুলো কি কি?

ভালবাসি নিত্য নতুন প্রযুক্তিকে

আমরা যারা উইন্ডোজ ৭ ইন্সটল করতে যায় তখন ২ ধরনের পার্টিশন ব্যবহার করার সুযোগ থাকে যেমন ১। Master Boot Record (MBR) এবং ২। Globally unique identifier partition table (GPT). এখন আসুন জেনে নিই এদের কাজ এবং বৈশিষ্ট্য ১। Master Boot Record (MBR) Disk কি? এই Master boot record আপনার হার্ডডিস্ক এর মধ্যে থাকা পার্টিশনগুলোর তথ্য সংরক্ষন করে। আর যে বুটেবল হার্ডডিস্ক এই MBR কে সংরক্ষন করে তাকে বলে MBR ডিস্ক।

এই MBR টি তখন তৈরি হয় যখন আমরা হার্ডডিস্ক পার্টিশন করি। এই MBR টি হার্ডডিস্কের প্রথম সেক্টরে থাকে এবং বাকী ৪টি পার্টিশন-এর সাইজ, অবস্থান ইত্যাদি তথ্য সংরক্ষন করে থাকে। কিভাবে এই MBR Disk কাজ করে ? এই MBR, Hardisk এর এমন জায়গায় অবস্থান নেয় যেখানে কোন ধরনের পরিবর্তন করার অধিকার ব্যবহারকারির নিকট থাকে না। যেমন C: Drive. আমরা সবাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে, কেন উইন্ডোজ ইন্সটল অবস্থায় C: ড্রাইভকে ফরম্যাট বা ডিলিট করা যায় না? এই প্রশ্নের উত্তর হচ্ছে C: ড্রাইভটি আপনার কম্পিউটারে Master boot record হিসেবে কাজ করে এবং এই Master boot record এর কাজ হচ্ছে হার্ডডিস্কের সমস্ত তথ্য সংরক্ষন করা। আর এই কারনে আমরা উইন্ডোজ ইন্সটল অবস্থায় C: ড্রাইভকে ফরম্যাট বা ডিলিট করতে পারি না।

তাছাড়া আমার যখন কম্পিউটার চালু করি, তখন কম্পিউটার MBR কে চেক করে হার্ডডিস্কের কোন পার্টিশনটি Active আছে তা বের করার জন্য। কারণ এই Active Partition এ আপনার অপারেটিং সিস্টেমের Startup files থাকে। এই MBR ডিস্ক-এর বৈশিষ্ট্যগুলো কি কি ? এই MBR পার্টিশন উইন্ডোজ-এর সকল ভার্সন কাজ করে এবং এটি ব্যাপকভাবে প্রচলিত। কিন্তু এই MBR পার্টিশন এর কিছু সীমাবদ্ধতা রয়েছে আর তা হল ১। MBR disk গুলোতে আপনি সর্বোচ্চ ৪ পার্টিশন করতে পারবেন।

এই সব পার্টিশনগুলো প্রাইমারি অথবা একটি extendent partition এর সাহায্যে আপনি একাধিক logical volume তৈরি করতে পারবেন। ২। হার্ডডিস্কের একটি পার্টিশন সর্বোচ্চ ২ টেরাবাইট এর বেশি হতে পারবে না। এবার আসুন GPT Disk -এ এই Globally unique identifier (GPT) Disk টি মূলত MBR Disk এর সীমাবদ্ধতাকে দূর করার জন্য তৈরি করা হয়েছে। এই GPT Disk এর যে বৈশিষ্ট্য রয়েছে তা হল ১।

প্রতিটি ডিস্কে আপনি ১২৮ টি পার্টিশন করতে পারবেন এবং এটি একটি বিশাল উন্নতি সাধন করা হয়েছে MBR Disk এর উপর ২। আপনি প্রতিটি হার্ডডিস্ক পার্টিশন এর জন্য 18 Esabyte(EB) ব্যবহার করতে পারবেন। যদিও এটি চিন্তা করতে গেলে অনেক বড় কিন্ত দুঃখজনক হল এত বড় হার্ডডিস্ক সাইজ এর জন্য এখনও পর্যন্ত কোন হার্ডডিস্ক বের হয় নি। এটি আমার ইংরেজি ব্লগের Deferences between Master Boot Record (MBR) and Globally Unique Identifier(GUID) Partition Table (GPT) Disk? বাংলা অনুবাদে আরো বিস্তারিত জানতে পারবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.