ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ছাত্রীর পর এবার মুম্বাইয়ে গণধর্ষণের শিকার হয়েছেন একজন নারী আলোকচিত্র-সাংবাদিক। তিনি একটি ইংরেজি সাময়িকীতে কাজ করেন। আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’, এনডিটিভি ও জি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সাময়িকীর জন্য দায়িত্ব পালনকালে এ নৃশংস ঘটনার শিকার হন এই সাংবাদিক। বর্তমানে তিনি জসলোক হাসপাতালে চিকিত্সাধীন।
চিকিত্সকেরা জানান, তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও শরীরের বাইরে ও ভেতরে বেশ ক্ষত রয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে দক্ষিণ মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকায় জরাজীর্ণ শক্তি মিলস কম্পাউন্ডে ছবি তুলতে যান ওই নারী আলোকচিত্র-সাংবাদিক। এ সময় তাঁর সঙ্গে একজন পুরুষ সঙ্গীও ছিলেন। সংবাদমাধ্যমে কোথাও তাঁকে সহকর্মী, কোথাও বন্ধু বলে উল্লেখ করা হয়েছে। ওই এলাকাটি মহালক্ষ্মী স্টেশনের কাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।