আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারদের বিচার যদি হয়েই যায়, তবে চারপাশের কচ্ছপেরা কী করবে ?



সামুর খুব মনমরা অবস্থা । মনটা তাই খুব মেঘলা। গেলো পাঁচদিনে দু'জন স্বজন হারানোর বেদনা । সব মিলিয়ে খুবই বেদনার নিমজ্জনে আছি । সামুতেও আরাম নেই ।

না না হুজ্জত । হিট , কাউন্টারে আসে না। লগ ইন করতে বিশ বার ট্রাই করতে হয়। তারপরও ঘাতক- দালালদের দোসররা এখানে বেশ তৎপর। তারা প্রায়ই কচ্ছপের মতো মাথা বের করে আবার ঢুকায়।

এটা নতুন কিছু নয় । তারা এভাবেই এতোদিন সার্ভাইভ করেছে। এভাবে ধরা পড়ে যাবে , তা ভাবেনি। কিন্তু কথা তো সেটা নয় । ধরা তো তাদেরকে পড়তেই হতো।

কেউ নরহত্যা, হত্যার নীলনকশা করবে , ধর্ষণের ইন্ধন , লুটপাট, কসাইপনা , অগ্নিসংযোগের মদদ দেবে আর তাদের বিচার হবে না - তাতো হতে পারে না। খুবই আশার কথা কামরুজ্জামান, কাদর মোল্লা কে গনহত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে । এদের বিচার হওয়া খুবই জরুরী । রাজাকারদের বিচার যদি হয়েই যায়, তবে চারপাশের কচ্ছপেরা কী করবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.