আমি একজন পাঠক এক একে এক দেখরে তোরা দেখ শাহবাগে দেখ... দুই একে দুই চলো চলো শাহবাগে যাই। তিন একে তিন শাহবাগ গণ-জাগরনের পঞ্চম দিন। চার একে চার সব রাজাকার মরবে এবার পাঁচ একে পাঁচ নব্য রাজাকাররা কি বুঝতে পাছ। ছয় একে ছয় গোলাম আজম পাইসে ভয় সাত একে সাত যুদ্ধাপরাধীদের মাথায় হাত। আট একে আট রাজাকারদের মাথা কাট। নয় একে নয় নব প্রজন্মের মুক্তিযোদ্ধাদের হবে জয়। দশ একে দশ রাজাকারদের দিন শেষ। ৯ ফেব্রুয়ারি ২০১৩ রাত দুইটা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।