এই পোস্টে গেলে দেখতে পাবেন।
লিংকঃ Click This Link
সেখানে, রাজাকারদের আদর্শের ব্যাপারে কি কি যেন দেখলাম!!!
আসুন সবাই মিলে আবার একটু পড়ি-
"........দাবী করা হচ্ছে- “এন্ড জাস্টিফাইজ দ্য মিন্স” (রাজাকারদের বিরুদ্ধে থাকাটাই আদর্শ। সেটা ফলাতে যে কোনো কর্মপদ্ধতিই চলবে। ) (বাংলাদেশের সূচনাতেই যারা এর বিরোধীতা করেছিল, তাদের মতাদর্শ প্রচারে যখন মুক্তমনার দোহাই দ্যান, তখন আপনার কথাই আপনাকে ফিরায় দিতে হয়, "আদর্শটাই আসল, কর্মপদ্ধতি কিস্যু না। ") (কিন্তু যেনতেনভাবে রাজাকার ও তাদের সন্তান নিওরাজাকারদের রুখতে, প্রয়োজনে হত্যা করতে যে কোনো কর্মপদ্ধতিকেই আমি সাপোর্ট করি।
)
তাহলে রাজাকারদের দোষ কোথায়? তাদের কাছে আদর্শ ছিল পাকিস্তান। তাই তারা তাদের ইচ্ছামত কর্মপদ্ধতি বেছে নিয়েছে। তা খুন হোক বা ধর্ষন। এবং কর্মপদ্ধতি কিছুই না হলে রাজাকারী এবং পৃথিবীর তাবত ফ্যাসিবাদী কর্মকান্ড থেকে আপনি আলাদা হলেন কী করে?"
আসেন, সবাই এই পোস্টের লেখককে বাহবা দেই।
তালি বাজাই।
আমাদের অনেক জ্ঞান হলো।
অনেক কিছু জানলাম!!!!!!!
ওনার কথার সাথে সুর মিলিয়ে বলিঃ
->পাকবাহিনী বাঙ্গালীদের বিরুদ্ধে অস্ত্র ধরে নিধন-জজ্ঞ চালিয়ে যেমন অপরাধ করেছিল; মুক্তিযোদ্ধারা তাকে মোকাবেলা করতে গিয়ে যদি পাকহানাদারদের যুদ্ধে খুন করে - তবে মুক্তিযোদ্ধারাও সমান দোষী।
->রাজাকার-আলবদর-আল শামসরা গণহত্যায়-ধর্ষণে নেমে যে অপরাধ করেছিল- তার বদলা নিতে চাইলে- সেই রাজাকার-আলবদরদের খুন প্রত্যাশা করলে- রাজাকারদের সাথে কোন পার্থক্য থাকে না।
->ইরাকের উপর বা ইসরায়েলের উপর মার্কিন বা ইজরাইলী আগ্রাসনের প্রতিশোধে কোন ইরাকী বা ফিলিস্তিনি যদি মার্কিন বা ইজরাইলী সেনাকে
খুন করে; তবে ঐ ইরাকী বা ফিলিস্তিনি যোদ্ধাও মার্কিন বা ইজরাইলীদের মত সমান অপরাধী।
শেখ সাদীর কবিতা অনেকে খুব পছন্দ করেন।
কুকুরের কাজ নাকি কামড় দেয়া, তাই কুকুড়ের কামড় খেয়ে তাকে কামড় দেয়া সুশীলদের পছন্দ নয়। কিন্তু, নিশ্চিতভাবেই মনে হয়, পাগলা কুকুরকে মুক্তভাবে চলতে দেয়ার কথা সাদীও বলতেন না। পাগলা কুকুরের গলায় বেড়ি পরানো, তা না হলে তাকে মেরে না ফেললে ফলাফলটা কি সকলের ভেবে দেখা দরকার।
ইসলামী জ্ঞান দিয়েও বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। যারা জানেন, একটু জানাবেন।
মানুষ খুনের শাস্তির বিধান কি????
আর বদলা খুন অথবা জান বাঁচাতে খুনের জন্য শাস্তির বিধান কি????
লিংকে দেয়া পোস্ট মোতাবেক তো মনে হয়, আল্লাহ তা'য়ালার উভয়ের জন্য একই শাস্তির বিধান রাখা উচিত ছিল!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।