আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্সপি কে পিছিয়ে নিন!!!

ধর্ম কেন্দ্রিক রাজনীতি চাই না।

উইন্ডোজ এক্সপি কে কয়েক ঘন্ঠা থেকে শুরু করে কয়েক দিন, এমন কি কয়েক মাস পর্যন্ত এগিয়ে নিতে পারেন। অনেক সময় Control Panel-এর add or remove programs থেকে কনো সফটওয়্যার রিমুভ করলে বা ভুল করে C:\ ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম এর কনো ফাইল মুছে গেলে file missing error দেখায়। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনার অপারেটিং সিস্টেম কে পিছিয়ে দিতে হবে ঠিক আনুমানিক যখন আপনার পিসি ভালো ছিল। এর জন্য প্রথমে C:\Windows\System 32\restore এ গিয়ে rstrui.exe দুই বার ক্লিক করুন। এখন একটি ক্যালেন্ডার আসবে ও যে তারিখে আপনার পিসি ভালো ছিল তা বেছে নিয়ে next এ ক্লিক করলে কম্পিউটার সয়ংক্রিয় ভাবে রিষ্টার্ট নিয়ে সফলতার বার্তা আসবে। এখন দেখেন আপনার problem solve হয়ে গেছে। আর যদি না ঠিক হয় তাহলে অনুরুপ ভাবে নতুন তারিখ select করে আবার ট্রাই করে দেখুন। লেখাটি রংমহলে পূর্বপ্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.