আমাদের কথা খুঁজে নিন

   

দেশের প্রধাণ কবি আল মাহমুদের জন্মদিনের শুভেচ্ছা ।

কালের সাক্ষী

হাজার বছর বেচে থাক হে কবি তোমার কলম থেকে ঝোরে পড়ুক কবিতার ঝর্ণা বিমোহিত হোক এই ধরা তোমার আগমনে ধণ্য এই জগৎ কবিতার অঙ্গনে কাটল খরা হাজার বছর বেচে থাক হে কবি । শুধু এই মিনতি (কবির জন্ম দিনে অসংখ্য শুভেচ্ছা ।) কবা আল মাহমুদ একজন ক্ষনা জন্মা কবি নজরুলের পরে এমন কবি এদেশের মাটিতে আর জন্ম নেয়নি কারণ ,রবীন্দ্রনাথ যখন কবিতা িলখতেন তখন িতিনি অনেক সময় ধরে ভাবতেন । তার পর কবিতা লেখা শুরু করতেন যেমন ,রবী ঠাকুর যখন সোনার তরী লিখেছিলেন তার আগে তিনি পদ্মবোটে চড়ে অনেক ভেবে লিখেছিলেন ।আবা র ঠাকুর যখন কবিতা লিখতেন তখন কেউ তাকে ডিস্টাব করতে পারতেন না । অ অথচ আল মাহমুদের এসন কোন সমস্যা ছিল না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.