সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় আজ শুক্রবার সকালে ঠিকাদারীর টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার মেঘনা শিল্পাঞ্চলের হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপে বালু ভরাটসহ বিভিন্ন ঠিকাদারী কাজ নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির ও আলী আকবর লোকজন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঠিকাদারী কাজের টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় দুই গ্রুপের লোকজন লাঠিসোঠা নিয়ে এক পক্ষ অন্য পক্ষের উপর ঝাপিয়ে পড়ে। হামলায় নাসির , আলী আকবর , শামীম, হারুন, মোক্তার, সিরাজ ও পিরোজপুর ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক ফিরোজ মোল্লাসহ ১০জন আহত হয়। এ ঘটনায় নাসির বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আলী আকবর শীর্ষ নিউজ ডটকমকে বলেন, নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে ভুল বোঝাবুঝি হওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, দুই গ্রুপের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।