আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, এভাবে আর কতদিন...?



প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মাধ্যমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, এভাবে আর কতদিন...? প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে দেশজুড়ে আজ শুক্রবার অনুষ্ঠেয় সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদন কেন্দ্র ‘ভিন্নজগত’ থেকে গতকাল বৃহস্পতিবার প্রশ্নসহ ১৬৩ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে প্রশ্ন ফাঁস করা চক্রের প্রতারক ও প্রশ্ন কিনতে যাওয়া পরীক্ষার্থী রয়েছেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিরা রেহাই পাবে না।

তিনি বলেন, নতুন প্রশ্নপত্রে যত শিগগির সম্ভব পরীক্ষা নেওয়া হবে। জানা যায়, রংপুর পুলিশ সুপারের নেতৃত্বে কোতোয়ালি ও গঙ্গাচড়া থানার বিপুলসংখ্যক পুলিশ গতকাল বিকেলে বিনোদন কেন্দ্র ভিন্নজগতে অভিযান চালায়। বিনোদন কেন্দ্রের মিলনায়তন ও বিভিন্ন কক্ষ থেকে প্রশ্ন ফাঁস করা চক্রের হোতাসহ প্রশ্ন কিনতে যাওয়া প্রার্থীদের পুলিশ আটক করে। তাদের কাছ থেকে পরীক্ষার প্রশ্নসহ বিপুল পরিমাণ টাকা ও মুঠোফোনের সেট উদ্ধার করা হয়েছে। গতকাল রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাকার পরিমাণ কত তা জানা যায়নি।

সেই সঙ্গে আটক ব্যক্তিদের মধ্যে কারা প্রশ্ন ফাঁসের মূল হোতা, তাও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, বিনোদন কেন্দ্র ভিন্নজগতের বিভিন্ন কক্ষ থেকে পরীক্ষার প্রশ্নসহ ১৬৩ জনকে আটক করা হয়েছে। ভিন্নজগতের ছোট একটি কক্ষে ২০ থেকে ৪০ জন প্রচুর টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চারদিক থেকে তাদের ঘেরাও করে হাতেনাতে ধরে ফেলে। প্রশ্নের সঙ্গে উত্তরপত্র পাওয়া যায়।

এভাবে চলতেই আছে। ৩০ শে জুলাই আমাদের বিসিএস পরীক্ষা। সেদিন কি হবে কে-জানে? একদিকে সরকারের ক্ষতি আর অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতি আমরা যারা সাধারন ছাত্র। আমাদেরকে পরীক্ষা দেবার জন্যেই যেতে হয় এক জায়গা খেকে অন্য জায়গায়, এক বিভাগ থেকে অন্য বিভাগীয় শহরে। এতে বিপুল পরিমান অর্থের অপচয় হয় আমাদের,তার উপর চিন্তা গিয়ে থাকবো কোথায়? এত কিছুর পরও যদি এই ধরনের কাজ হয়, তাহলে মনের ক্ষোভ কাকে জানাবো? প্রতিবাদ করতে গেলে তো গাড়ী ভাংচুর, রাস্তা অবরোধসহ অনেক ক্ষতি।

এই সবের জন্য একমাত্র দায়ী করবো সরকার এবং প্রজাতন্ত্রের মীর জাফর খ্যাতো কিছু আমলা...এদেরকে কি করা দরকার,,,,?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.