আমাদের কথা খুঁজে নিন

   

এ যুগের অংক প্রশ্নপত্র!

যে মুখ নিয়ত পালায়......। । আমাদের অংক বইয়ের অংক গুলো অনেক অনেক দিন আগের। হয়ত সে সময়ের সমাজ ব্যবস্থার সাথে মিল রেখে তা বানানো হয়েছিল। কিন্তু এখন তো দিনবদলের সাথে সমাজ বদলেছে।

তাই অংক ও বদলে যাবার কথা। সেই বদলানো অংকের রূপ কেমন হতে পারে সেই ভাবনা থেকেই এই প্রশ্নপত্র সময়ঃ ২ ঘন্টা পূর্নমানঃ ৭০ ১। কোন দেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সম্পদের অনুপাত ৫০ঃ৬০। একে শতকরায় প্রকাশ কর। ৪*১=৪ ২।

কোন দেশের বানিজ্য,জ্বালানী ও অর্থমন্ত্রীকে ২১৬০০০০০ টাকা ঘুষ দেয়া কল। তারা নিজেদের মধ্যে ৩ঃ৭ঃ৪ অনুপাতে ভাগ করে নিলেন। কে কত ঘুষের টাকা পেলেন? ৪*১=৪ ৩। কোন বিদ্যালয়ে ১৩২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৯ঃ২। যদি ৪ জন সরকারী দলের নেতার আত্নীয় হওয়ার সুবাদে কৃতকার্য হয়, তবে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত কত? ৪*১=৪ ৪।

একটি ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ২০ দিনের খাদ্য মজুত ছিল। ৩ দিন পরে গ্রুপিং এবং মারামারি করে ১৬ জন ছাত্র হাসপাতালে চলে গেল। বাকি খাদ্যে অবশিষ্ঠ ছাত্রের কতদিন চলবে? ৪*১=৪ ৫। হানিফ সাহেবের মাসিক বেতন ৩০০০০ টাকা। তার বেতনের ২৪% ঘুষের টাকা হলে তিনি এক বছরে কত ঘুষ খান? ৪*১=৪ ৬।

কোন নির্বাচনী এলাকায় মোট ভোটারের ৭৫% উপস্থিত ছিল। ভোট গননা শেষে দেখা গেল সরকার দলীয় প্রার্থী ৭৮% ভোট এয়ে নির্বাচিত হয়েছেন। বিরোধী দলীয় প্রার্থী থেকে তার ভোটের ব্যবধান ৭৫০০০ হলে মোট ভোটার সংখ্যা কত?জাল ভোট সংখ্যা কত? ৫*১=৫ ৭। মাছের মূল্য শতকরা ৮৫% বেড়ে গেলে ঘুষ নেয়া কি পরিমান বাড়ালে একজন সরকারী কর্মকর্তার আয় ব্যয়ের হিশাবে কোন পরিবর্তন হবে না? ৫*১=৫ ৮। শতকরা বার্ষিক যে হারে দূর্নীতি করলে কোন মূলধন ৬ বছরে দ্বিগুন হয়,সেই একই হারে দূর্নীতি করলে কত টাকা ৪ বছরে ২০৫০ টাকা হবে? ৫*১=৫ ৯।

২০০৭ সালে একজন মজুতদার ১০০০০ টাকার কিছু চিনি ও লবন মজুত করে রাখলন। ২০০৮ সালে চিনি ২০% ও লবণ ২৫% লাভে বিক্রি করায় তার মোট ৪৫% লাভ হল। তিনি কত টাকার চিনি ও লবন মজুত করেছিলেন? ৫*১=৫ ১০। হুমায়ুন আহমেদের একটি ৮৫ পৃষ্ঠার বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ১৮৫ টাকায় বিক্রয় হলে,বইটির প্রকৃত মূল্য কত? ৫*১=৫ ১১। ফরিদ সাহেব তার মাসিক আয় থেকে ১৫% হারে পাড়ার মাস্তানদের ৮২৫০০ টাকা চাদাঁ দেন।

ফরিদ সাহেবের মাসিক আয় কত ছিল? (বি দ্রঃ ফরিদ সাহেব সরকারী কর্মকর্তা) ৫*১=৫ ১২। একজন রাজনৈতিক নেতার বাড়ি আয়তাকার। বাড়িটির দৈর্ঘ্য ৪৮ মি,প্রস্থ ৩২মি ৮০সে মি। বাড়ির বাইরের চারদিকে বিদেশী ফুলের ৩ মি বিস্তৃত একটি বাগান আছে। বাগানটির ক্ষেত্রফল কত? ৫*১=৫ ১৩।

জনৈক ভদ্রলোক কে দুষ্কৃতকারীরা মেরে চৌবাচ্চায় ফেলে রাখল। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৫ মি, প্রস্থ ৪ মি ,উচ্চতা ৩ মি। চৌবাচ্চাটি থেকে ভদ্রলোকের মৃতদেহ বের করে,কি পরিমান পানি দিলে তা পূর্ন হবে?সেই পানির ওজন কত হবে? ৫*১=৫ ১৪। একজন চেয়ারম্যানের গুদামে রিলিফের ৫০০ মেট্রিক টন চাল আছে। তিনি দৈনিক ২ মেট্রিক টন ৫০০ কেজি করে চাল আত্নীয় স্বজনের বাড়িতে ও নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

কয়দিন পর গুদাম থেকে চাল শেষ হবে? ৫*১=৫ ১৫। মঈন উদ্দিন সাহেব তার কালোটাকার ১২% স্ত্রীকে,২০% ছেলেকে ও অবশিষ্ট ৮,১৬০০০ টাকা মেয়েকে দিলেন। তার সমুদয় কালোটাকার পরিমাণ কত ছিল? ৫*১=৫ প্রথম প্রকাশ আজকে যারা পরীক্ষায় পাশ করেছেন এবং কাঙ্খিত ফলাফল করতে পেরেছেন তাদের অভিনন্দন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।