প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার ৬ বারের চ্যাম্পিয়ন নাদাল সহজেই ৬-২, ৬-৪ গেমে চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচকে হারিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে চোট কাটিয়ে ফেরার পর নাদালের এটা টানা অষ্টম ফাইনাল। আগের ৭টি ফাইনালের ৫টিতেই জিতেছেন স্প্যানিশ তারকা।
এ বছর এখনো শিরোপার দেখা না পাওয়া ফেদেরারকে বেশ ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের বেনোইত পেয়ারকে ৭-৬, ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক।
গ্র্যান্ড স্লাম শিরোপায় ফেদেরারের চেয়ে পিছিয়ে থাকলেও (১১টি) মুখোমুখি লড়াইয়ে নাদাল অনেক এগিয়ে আছেন। আগের ২৯টি লড়াইয়ে নাদাল জিতেছেন ১৯টি, ফেদেরার ১০টি।
২০১১ সালে দুজনের সর্বশেষ ফাইনালেও (ফ্রেঞ্চ ওপেনে) নাদাল জিতেছিলেন। এ বছরের একমাত্র লড়াই, মার্চে যুক্তরাষ্ট্রের বিএনপি পারিবাস ওপেনের কোয়ার্টার ফাইনালেও নাদাল ফেদেরারকে হারিয়েছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।