আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দল যে কবে থেইকা জিতার জন্য ক্রিকেট খেলবো।

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেইখা দেশের মানুষ তথা আমার মতো আম জনতারা বড়ই হতাশ। আর মাত্র কয়েক মাস পরে-ই আইসিসি ক্রিকেট ওয়াল্ড কাপ অথচ আমাদের দলের করুন অবস্হা! কেন জানি মনে হৈতেছে ক্রিকেট বোর্ড হৈতে সব জায়গায় রাজনীতি চলতেছে।

অযোগ্য ব্যবস্হাপনা এবং খেলোয়াড়দের খেলার আগেই হেরে যাওয়ার সেই মন মানসিকতা এখনো দেখা যায়। পরাজয়ে যে লজ্জা বা মন খারাপের কিছু আছে তা আমাদের ক্রিকেট প্লেয়ারদের দেখলে বুঝা যায় না! যাই হোক বাংলাদেশের এমন পরাজয়ে খুবই দুঃখ পাই তাই পোষ্টা করলাম। অপ্রিয় কিছু প্রশ্ন জাতির কাছে..... ১. লোটাস কামাল কেন ক্রিকেট বোর্ডের সভাপতি? সে কি ক্রিকেট খেলা সম্পর্কে কিছু বুঝে? রাজনীতিবিদেরা কেন বিভিন্ন বোর্ডের সভাপতি হয়? ২. সৈয়দ আশরাফুল ইসলাম মিয়া আগে অনেক ওয়াজ মাহফিল করতো বাংলাদেশ ক্রিকেট দলের ভুল ক্রটি নিয়ে। অথচ এখন পদে থেকে ও মরা মরা কাজ করে! এই কিছু দিন আগে সে যে টি২০ লীগের আয়োজন করলো তা হঠাৎ করে!! কোন পরিকল্পনা যে নাই তা এই আয়োজন দেখলে-ই বুঝা যায়। ৩. খালেদ মাহমুদ সুজন সহকারী কোচ কিন্তু তার চেয়ে অভিগ্গ কেউ কি নাই? ৪.ফিল্ডিং কোচ কে সালাউদ্দিন? সে খুব জনপ্রিয় সাংবাদিকদের কাছে।

কিন্তু কেন? উৎপলেরা কাউয়ার ঠেং কে বাঘের ঠেং দেখে কোন চশমায়? ৫. বাংলাদেশের ক্রিকেট খেলোওয়াডদের ফিটনেস দেখলে মনে হয় তারা অতি ... ক্রিয়ার কারনে দূর্বল। তাদের কে ড. হয়রানের কাছে পাঠিয়ে পরীক্ষা করা দরকার। ৬. একমাত্র মিরপুর স্টেডিয়াম ছাড়া আর কোথাও মনে হয় উন্নতমানের পিচ তৈরি হয়নি! কেন? ৭. ক্রিকেটবোর্ডের কর্মকর্তারা শুধু বেতন ভাতা গুনে কিন্তু পরাজয়ের সংখ্যার হিসেব রাখে না? ৮. আগামী ৫/৬ বছরের জন্য কিছু কিরা সাম্বাদিকের সাংবাদিকতা নিষিদ্ধ করা হইবে কি? ৯. কত রকমের পর্যবেক্ষক ক্রিকেট দলের সাথে ঘুরে এলো কিন্ত জাতী তাদের পর্যবেক্ষন থেকে কি পাইলো?? অথচ একজন ভালো বোলিং কোচ সেই কবে থেকে-ই নাই!! কেন? ১০. তিনজন ব্যাটিং কোচ( জিমি, সুজন, সালাউদ্দিন ফিল্ডিং প্লাস ব্যাটিং) থাকার পরে ও সৌরভ গাঙ্গুলি কে আনা হচ্ছে ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে যা খুব ভালো ভাষা সমস্যার কিছুটা সমাধান হৈবে কিন্তু বোলিং কোচ কি বাংলাদেশের কোন প্রয়োজন নাই? ১১. মাশারাফি সে দেশের মানুষের কাছে অনেক আদরের তা ভালো। যাকে আমাদের বিশিস্ট সাম্বাদিকেরা দেশের প্রধান বোলার কয় কিন্তু তার সেই পুরানা হাল ৫/৬ বছরের ও ঠিক হইলো না!!! কি হাল? শ্লগ ওভারে বল না করতে জানা। যার কারনে অনেক সময় দেখা যায় ৬/৭ ওভার বল করেই শেষ...!! অথচ সেই এখন অধিনায়ক!! দলের প্রধান বোলার অথচ প্রয়োজনের সময় সে অক্ষম!! কেন?? বোলিং কোচ কোথায়? কার কাছ থেকে তারা শিখবে? ১২. কিছু দিনের জন্য চম্পাকানায়েক বোলিং কোচ হিসেবে ছিলো।

সে কি দিলো? তারপরে কে কি কেউ আসিবে? জাতী হিসেবে মনে হয় পৃথিবীতে একমাত্র আমরাই আছি যাদের কোন কিছুরই পরিকল্পনা নাই। সেটা দেশের যে কোন সেক্টর-ই। তবে কিভাবে ক্ষমতা দখল করা যাবে দাতা ত্রাতাদের পদ লেহন করে সেই পরিকল্পনা আছে। দেশের মানুষ বানের জলে ভেসে যাক তাতে কি? বিশ্বকাপের উদ্ধবোধন বাংলাদেশে হবে কত কিছুর আয়োজন চলছে রঙ করা হচ্ছে, প্রধানমন্ত্রী সাদা কবুতর ছাড়বেন, আতশবাজি রঙ ছড়াবে... তার সাঁইয়ের মাঝে চাপা পড়ে যাবে আমাদের জাতীয় দলের পরাজয়। অথচ লোটাসেরা সফল আয়োজনের ঢেকুর তুলবেন।

ডিজিটালিক আয়োজনের। সবই কপালের দোষ না!! আমাদের গোপালেরা নিজেদের অর্জনে ব্যস্ত! জাতী কি পাইলো তাতে কি? তারা হেসে-ই যাচ্ছে আর খেলাধুলার মাঠ দখল করে যাচ্ছে। জাতী সব কামালদের কাম দেইখা আমার মতো হতাশ। শুধু কিরা সাম্ভাদিকেরা ছাড়া। কেউ কিছু মনে কইরেন না! মনে ক্ষোভ এসেছে তা সামুতে ঝাইরা দিলাম।

ভগবান শুধু ভালো মানুষদের মঙ্গল করুক। আর সবাই রে দুনিয়ার নরকে চক্কর দেউক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.