পেশা IT related. ভালো লাগে গ্রামের পরিবেশ
জার্মানী আর স্পেনের ফুটবল খেলা যতই শেষ দিকে যাচ্ছিলো,ততই ভাবছিলাম সেই অক্টোপাসটির কথা। কি নিখুঁত ভবিষ্যৎ বানী, আমাদের দেশে যদি এ ধরনের একটা অক্টোপাস থাকতো? ভাবতে ভাবতে কবে যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না----
হঠাৎ হৈ চৈ.... ব্যাপার কি?
সামনে গিয়ে দেখি --জামার্নীর সেই অক্টোপাস বাংলাদেশে হাজির, সাথে দোভাষীরা, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং আথিতেয়তায় মহা খুশি অক্টোপাস এবং পুরো টিম।
সবাই যার যার ভবিষ্যৎ জানার জন্য অত্যন্ত উদগ্রীব। কিন্তু অক্টোপাস কোনো ব্যক্তির ভাগ্য গননা করেন না। অগত্যা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বার্তা......
শুরুতেই গম্ভীর অক্টোপাস.... অনেকক্ষন পর দোভাষীরা জানালো-----এ কেমন দেশরে বাবা! এক সরকার কাজ শুরু করে আর অন্য সরকার এসে তা ভাংগে এবং নতুন করে আবার শুরু করে, উন্নয়নের চেয়ে নামকরনে কোটি কোটি টাকা খরচ করে, এ দেশের ভবিষ্যৎ তো যে কেউ বলে দিতে পারে।
গড়া শুরু (৫ বছর) ভাংগা শুরু----আবার গড়া (৫ বছর)----আবার........
এর মধ্যে একজন জানতে চাইলেন, ছাত্র রাজনীতি নিয়ে, ওদের গ্রুপিং কেন--মারাত্মক ক্ষেপে গেলো অক্টোপাস, দোভাষীর মাধ্যমে জানালো -ছাত্রদের গ্রুপিং কে করে? এটার জন্য তো ছাত্ররা একা দায়ী না, গ্রুপের নাম গুলো দেখলেই বুঝা যায় (অমুক গ্রুপ, তমুক গ্রুপ) আসল ভুত কোথায়। যতই ওরা অংগ সংগঠন না বলে গলা ফাটাক না কেন ভুত গুলো না তারালে কাজ হবেনা।
বাংলাদেশের খেলাধূলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করাতে অক্টোপাস জানালো, এটা নিয়ে ভবিষ্যৎ বানী করার সময় এখনো আসেনি, মিডিয়াকে অনুরোধ করলো কাউকে একবার বাঘ এবং পরের বার বিড়াল না বানাতে।
বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ বানী করতে করতে হঠাৎ....বাঁচাও বাঁচাও করে চিৎকার। কি হলো ? অক্টোপাস জানতে পেরেছে ওকে নিয়ে এ দেশের নেতা নেত্রীরা স্বপ্ন দেখা শুরু করেছে এবং কাল থেকে মিডিয়াতে প্রচার শুরু হবে।
অক্টোপাস আর থাকবে না, চলে যাবে তার দেশে।
মন খারাপ হয়ে গেলো.......
"বাবা ওঠো, আমার স্কুলে যাবার সময় হয়ে গেছে" --চোখ খুলে দেখি আমার মেয়ে আমাকে ডাকছে।
হায় হায়, আমিও তাহলে ঐ স্বপ্নদেখার দলে ছিলাম?
আসলে স্বপ্ন দেখতে সবার ভালো লাগে, তাই না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।