আমাদের কথা খুঁজে নিন

   

আগুন ঝড়ানো ফাগুনে ডিভাইডেড জার্মানীর অভিজ্ঞতা



সেদিনও ছিলো পয়লা ফাগুনের আগুন ঝড়া-সকাল। রাতে "নাইট অফিস" (রিকশায় টো টো ঘুরে বেড়ানো) করে হলে ফিরেছি ভোর ৪টেয়। সিগারেট নিবু নিবু হতে হতে ঘুমানো। গেষ্ট চলে আসায় জায়গা হয়েছে মেঝেতে। হঠাৎ হট্টগোলের মাঝে মাথার এক কোনে জমাট ব্যাথা নিয়ে ঘুম ভাংগে।

ঘুম ভাংতেই পাশে দরদীয়া দোস্তোর অচেতন দেহ..প্রায় নি:সার। মানে ঘুমে অচেতন। এমন আগুন-ঝড়া ফাগুনের উত্তাপ তার মুখমন্ডলে চেতনার টোকা দিতে পারেনি। মাথাটা উচু করে, উচু ফাইল কেবিনেটের ওপাশে তাকানোর চেষ্টা করি। নারী কন্ঠে সচকিত এবং বেশ এক্সাইটেড! মেয়ে, এখন, এই সকালে, হলের রুমে! সেটা কে, তা বুঝে ওঠার সাথে সাথেই আবিষ্কার করি, উপুর হয়ে শোয়া-দরদীয়া দোস্তোর উন্মুক্ত-দিখন্ডিত তানপুরা।

প্রায় সকালেই এটি ঘটে। নতুন কিছু নয়। প্রথম দিন থেকে আমি একে ডিভাইডেড জার্মানী আখ্যা দেয়ায় সেটাই চল পেয়েছে সবার কাছে। ততক্ষণে জনৈক রুমমেটের ফিয়াঁসেকে আবিষ্কার করি। আঁৎকে উঠি, শালার ডিভাইডেড জার্মানী দেখার বাকি রইল-না কেও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.